প্রবাসী বিজ্ঞানী বিশ্বরূপ ঘোষের ব্যাতিক্রমী প্রচেষ্টা তার জন্মস্থানকে ঘিরে
নিউক্র্যাড হেলথ হাব তথ্যসূত্র, জুন ১৬, ২০২২
গবেষক বিজ্ঞানী বিশ্বরূপ ঘোষ পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমা থেকে আজ আমেরিকাতে কর্মরত। বাংলাতে গড়ে তুলেছেন দুটি স্টার্টআপ। “ছোটো ছোটো প্রচেস্টার মাধ্যমে বাংলার বুকে শিল্প ও কর্মের সৃষ্টি সম্ভব” – ড: ঘোষ।
রোগ নির্ণয়ে ক্লিনিকাল পাথলোজিকাল টেস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। গ্রাম বাংলায় মানুষ সঠিক পরিষেবা অনেক সময় পান না। সাধারণ মানুষ বহুভাবে প্রতারিত হন। এই প্রসঙ্গে কি বললেন ড: ঘোষ?
নিউক্র্যাড হেলথ হাব ভারতব্যাপী টেলিমেডিসিন পরিষেবার সাথে গড়ে তুলেছে সিমলন আটঘরিয়া গ্রাম পঞ্চায়েতে এক প্যাথলজিক্যাল সার্ভিসেস যেখানে গ্রামের মানুষ বাজার মূল্য থেকে ৬০% কম মূল্যে পরিষেবা পেতে পারেনl Neucrad Health Hub India LLPP.S, Vill-Machalandapur P.O-Simlon, Dist, PurbaBardhaman, Kalna, West Bengal 713405, India https://g.co/kgs/vRuCqo
“আপনারা NC Health Hub app ডাউনলোড করে ও টেলিমেডিসিন পরিষেবা নিয়ে আমাদের পাশে থাকতে পারেন l বাংলা থেকে ভারতব্যাপী এই হেলথ হাব গড়ে তুলতে আমাদের সাহায্য করুন” -বিশ্বরূপ ঘোষ, পিএইচডি কো- ফাউন্ডার নিউক্র্যাড হেলথ হাব ।