দিনে প্রতি ঘন্টায় সাবানজল বা ৬০ শতাংশ অ্যালকোহল মিশ্রিত স্যানিটাইজার দিয়ে হাত ধোবেন।
বিশেষত, কোনো কিছু রান্নার আগে , বা খাওয়ার আগে, বাথরুম ব্যবহারের পর এবং হাত দিয়ে হাঁচি কাশি রোধের পর।
কখনো চোখ নাক ও মুখে অকারণে হাত দেবেন না। কারণ যদি আপনার হাতটি ভাইরাসের সংস্পর্শে আসে তাহলে সেটি হাতবাহিত হয়ে আপনার শরীরের ভিতরে প্রবেশ করবে।