January 23, 2025

গ্রাম থেকে শহর – প্যাথলজিক্যাল টেস্টিং পরিষেবায় নতুন ডিজিটাল মডেল গড়বে নিউক্র্যাড হেলথ হাব স্টার্টআপ

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

Reading Time: 2 minutes

“গ্রাম থেকে শহর – প্যাথলজিক্যাল টেস্টিং পরিষেবায় নতুন মডেল গড়বে নিউক্র্যাড হেলথ হাব স্টার্টআপ” – ড: ঘোষ I

প্রাথমিক রোগ নির্ণয়ে প্যাথলজিক্যাল টেস্টিং গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। শুধু তাই নয়, প্রিভেন্টিভ হেলথ ম্যানেজমেন্টের ক্ষেত্রেও এর গুরুত্ব অপরিসীম। চারিদিকে ঝা চকচকে অট্টালিকা গড়ে উঠেছে প্যাথলজিক্যাল পরিষেবা দেবার জন্য। গড়ে উঠেছে কমিশন ভিত্তিক ব্যাবসায়িক মডেল।

চারিদিকে দালাল আর প্যাথলজিক্যাল রিপোর্টে গরমিল !! আপনারা নিজেরাও উপলব্ধি করেন যখন ক্লিনিকাল ইনভেস্টিগেশনের জন্য আশেপাশের ডায়াগনস্টিক সেন্টার থেকে রিপোর্ট করেন। আসলে মূল্যবোধের থেকে এখন ব্যবসা বেশি প্রাধান্য পেয়ে থাকে। অনেকে আছেন যারা মূল্যবোধের ওপর, সঠিক মূল্যায়নের ওপর নজর দেন কিন্তু প্রতিযোগিতায় পেরে উঠছেন না।

নিউক্র্যাড হেলথ নিয়ে আসছে নতুন মডেল যেখানে মূল্যবোধের ওপর, সঠিক মূল্যায়নের ওপর নজর দিয়ে গড়ে তোলা হলে এক নতুন পরিষেবা। আপনারা আমাদের এই বিশেষ অভিযানে আমাদের সঙ্গে আসতে পারেন। আগামী 2 বছরে সারা পশ্চিমবঙ্গে গড়ে তোলা হবে এই বিশেষ পরিষেবা। যারা মূল্যবোধের ওপর, সঠিক মূল্যায়নের ওপর নজর দেন, আসুন আমরা সমবেত ভাবে কাজ করি।

বর্তমানে টাইকুনদের প্রভাবে ছোটো ছোটো প্যাথলজিক্যাল সেন্টারগুলো রুগ্ন হতে হতে শুধু কালেকশন সেন্টারে পরিণত হচ্ছে। স্থানীয় ব্যবসা হারাচ্ছে l টাইকুনদের ডিজিটাল চমকের কাছে তাদের চমক কমে যাচ্ছে l

বাঙালি ব্যাবসায়ীরা টেকনোলজি শিখবে, ব্যবহার করবে আর নিজেদের ব্যবসা বাণিজ্যকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। সেই উদ্দেশ্যে নিউক্র্যাড হেলথ টেলিমেডিসিন প্লাটফমে যুক্ত হচ্ছে ডায়াগনস্টিক মডিউল। প্রাথমিক পর্যায়ের কাজ শেষ। বর্তমানে নিউক্র্যাড প্যাথ ল্যাবকে ডিজিটাল ফরম্যাটে নিয়ে আসা হয়েছে। চলছে ফাঙ্কশনাল টেস্টিং।

“নিউক্র্যাড হেলথ হাব স্টার্টআপ ছোটো ছোটো প্যাথলজিক্যাল সেন্টারগুলো ডিজিটাল করবে খুব কম খরচে l আগামী ১ বছর ধরে চলবে প্রচার ও প্রশিক্ষণ I বিনামূল্যে ছোটো ছোটো প্যাথলজিক্যাল সেন্টারগুলোকে আপ (app) ও ওয়েবসাইটের (www.nchealthhub.com) মাধ্যমে ডিজিটাল ফরম্যাটে আনা হবে। প্যাথলজিক্যাল সেন্টারগুলো তাদের প্রোফাইল তৈরী করে তাদের সার্ভিসেস অনলাইনের মাধ্যমে মার্কেটিং করতে পারবে। নিতে পারবে হোম কলেকশনের বুকিং। আগামী একবছর তাদের কোনো সার্ভিস মূল্য দিতে হবে না। আমরা শেখাবো টেকনোলজি।আজই আপনার পাথলোজিকাল সেন্টারকে ডিজিটাল করতে যোগাযোগ করুন আমাদের টেকনোলজি সাপোর্ট নম্বরে ৭৬৭৯৭৭৩৯০০”I -বিশ্বরূপ ঘোষ

বর্তমানে নিউক্র্যাড হেলথ শুরু করেছে বিশেষ প্যাথলজিক্যাল টেস্টিং পরিষেবা যেখানে পূর্ববর্ধমানের কালনার আটঘরিয়া সিমলন গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষ অত্যন্ত সুলভ মূল্যে পরিষেবা পাচ্ছেন।


“বাংলা থেকে ভারতব্যাপী টেলিমেডিসিন পরিষেবার পাশে, নিউক্র্যাড হেলথের মাধ্যমে আগামীদিনে আপনারা ঘরে বসে সুলভমূল্যে সঠিক প্যাথলজিক্যাল টেস্টিং পরিষেবাও পাবেন।” – বলেছেন নিউক্র্যাড হেলথের কো-ফাউন্ডার বিজ্ঞানী বিশ্বরূপ ঘোষ যিনি বর্তমানে আমেরিকাতে গবেষণারত।

আপনি যদি সমাজে মূল্যবোধের ও সঠিক মূল্যায়নের মাধ্যমে ডায়াগনস্টিক পরিষেবা দিতে চান তাহলে নিউক্র্যাড হেলথের সাথে গাঁটছাড়া বাঁধতে আজই হোয়াটসআপ করুন +৯১৮৯৬৭৭৭৯৭৬৫ নম্বরে।

Download app and create your profile

নিউক্র্যাড হেলথ হাব ইন্ডিয়ার মিডিয়া রিলিজ
অক্টোবর ১৪, ২০২২
যোগাযোগ – সুজাতা মন্ডল