December 9, 2024

বাসন্তী – বেনু স্টুডেন্ট সাপোর্ট অপটিক্যাল প্রোগ্রাম – অর্থনৈতিক ভাবে চ্যালেঞ্জড ছাত্রছাত্রীদের জন্য এক মানবিক প্রয়াস

1280px-Refraction_through_glasses_090306
Reading Time: 2 minutes

সুজাতা মন্ডল, সিমলন মোড়, কালনা, পূর্ব-বর্ধমান, নিউক্র্যাড হেলথ হাব ইন্ডিয়া, ২১ নভেম্বর, ২০২৩

আমেরিকার ফিলাডেলফিয়া প্রবাসী বাঙালি দেবব্রত মিত্র মজুমদার তাঁর মা ও বাবার স্মরণে এই বিশেষ প্রোগ্রামের স্পনসর l এই স্টুডেন্টস সাপোর্ট প্রোগ্রামের মাধ্যমে নিয়মিত চক্ষু পরীক্ষা, চশমার ফ্রেম ও পাওয়ার গ্লাস বিনামূল্যে প্রদান করা হয় l সারা বছর ধরে চলবে এই প্রোগ্রাম l
ইতিমধ্যে মছলন্দপুর গার্লস স্কুলের কিছু ছাত্রীকে এই অভিনব প্রোগ্রামের মাধ্যমে বিনামূল্যে অপথালমোলজিস্টের দ্বারা চক্ষু পরীক্ষা, চশমার ফ্রেম ও পাওয়ার গ্লাস প্রদান করা হয়েছে I

“একদিন দেবুদার সাথে গল্প করতে করতে স্টুডেন্ট সাপোর্ট প্রোগ্রাম নিয়ে আমার আইডিয়ার কথা বলি। হটাৎ দেবুদা বললো – তুমি শুরু করো আমি স্পনসর করবো এবং ভবিষ্যতে আমি আরো ফান্ড তুলে দেবো” – বিশ্বরূপ ঘোষ I

বাম দিক থেকে বিশ্বরূপ ঘোষ এবং দেবব্রত মিত্র মজুমদার

ধন্যবাদ দেবুদা!! দেবুদা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন প্রাত্তন ছাত্র – যিনি দীর্ঘদিন ধরে ইঞ্জিনিয়ার হিসাবে আমেরিকাতে উচ্চপদে কর্মরত। ফিলাডেলফিয়া বাঙালি কমিউনিটিতে একজন গুণী মানুষ হিসাবে পরিচিত। বহু বাঙালি ছেলে মেয়েকে ম্যাথমেটিক্স দেখিয়ে দেন। খুব ভালো তবলা বাজান, নাটক করতে ভালোবাসেন। সব সময় হাসি খুশি থাকেন।

ইতিমধ্যে আমরা নিকটবর্তী সিমলন হাই স্কুল ও ধাত্রীগ্রাম হাই স্কুল এর প্রধান শিক্ষক ও শিক্ষিকার সাথে যোগাযোগ করেছি। ওনাদের রেফারেন্স নিয়ে অর্থনৈতিক ভাবে চ্যালেঞ্জড ছাত্রছাত্রীদের বিনামূল্যে অপথালমোলজিস্টের দ্বারা রুটিন চক্ষু পরীক্ষা, চশমার ফ্রেম ও পাওয়ার গ্লাস প্রদান করা হবে I

“অর্থনৈতিক কারণে অনেক ছাত্র ছাত্রী তাদের চোখকে অবহেলা করে ‘ ব্লাকবোর্ডের লেখা ঠিক মতো পড়তে না পারলেও চক্ষু চিকিৎসকের কাছে পরামর্শ নেয় না। এতে তাদের পড়াশোনার ক্ষতির সাথে চোখেরও অনেক ক্ষতি হয়।”-বিশ্বরূপ ঘোষ। নিউক্র্যাড হেলথের অন্যতম কর্ণধার বিশ্বরূপ ঘোষ একজন বিজ্ঞানী যিনি দীর্ঘদিন ধরে নিউরোসায়েন্স ও চোখের রেটিনার রোগ নিয়ে গবেষণা করছেন।

আগামীদিনে বাসন্তী – বেনু স্টুডেন্ট সাপোর্ট অপটিক্যাল প্রোগ্রাম – অর্থনৈতিক ভাবে চ্যালেঞ্জড ছাত্রছাত্রীদের কাছে খুব সহায়ক হয়ে উঠবে।