ডিসেম্বর 23, 2024

হাইড্রক্সিক্লোরোকুইন নিয়ে কেন এতো মাতামাতি? বিজ্ঞানসম্মত কারণ জেনে নিন

virus-4937553_1920
Reading Time: 3 minutes

নিউক্র্যাড হেলথ বাংলা এপ্রিল 27, 2020

ভারত সহ, পৃথিবীর অনেক দেশেই চিকিৎকরা করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য জরুরিভিত্তিতে হাইড্রোক্সিক্লোরোকুইন- ড্রাগটি ব্যবহার করছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া সহ অনেক দেশ SARS-CoV-2 সংক্রমণ রুখতে, ভারতকে হাইড্রোক্সিক্লোরোকুইনের জরুরী সরবরাহের জন্য অনুরোধ করেছে। বর্তমানে আমাদের কাছে করোনার-এর বিরুদ্ধে অনুমোদিত নির্দিষ্ট কোন ওষুধ বা ভ্যাকসিন নেই।
ম্যালেরিয়া ছাড়াও বিভিন্ন অসুখের (যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস) জন্য এই হাইড্রক্সি ক্লোরোকুইন ব্যবহার করা হয়। কোথাও কোথাও আর্থ্রাইটিস রোগীদের ঔষধ চিকিৎসার জন্য হাইড্রোক্সিক্লোরোকুইন পাওয়া যাচ্ছে না।

হাইড্রোক্সিক্লোরোকুইন নিয়ে অনেক ক্লিনিকাল ট্রায়াল শুরু হয়েছে করোনা আক্রান্ত রোগীদের ওপর। যাইহোক, বর্তমান পরিস্থিতিতে হাইড্রক্সিক্লোরোকুইন ব্যাপক অর্থে ব্যবহার করা হলেও, এই ওষুধের কার্যকারিতা সম্পর্কে বহু চিকিৎসক মিশ্র মতামত দিয়েছেন। অনেকক্ষেত্রে গবেষকরা হাইড্রোক্সিক্লোরোকুইনের ক্লিনিকাল ট্রায়াল খুব অল্প সংখ্যক রোগী ওপরে করেছেন; ফলে আশাপ্রদ ফল এখনো কোথাও মেলেনি ।
তার চেয়েও বড়ো কথা বিজ্ঞানীরা এখনও এই ওষুধের কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত নন। সুতরাং, বর্তমান , COVID-19-র জন্য “অলৌকিক ওষুধ” হিসাবে ব্যাপকভাবে হাইড্রক্সিক্লোরোকুইনের এলোমেলোভাবে ব্যবহার করার বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করাই ভালো।

বর্তমানে বিভিন্ন মেডিকেল ইনস্টিটিউশন গুলি যেভাবে হাইড্রক্সিক্লোরোকুইনকে ব্যাপক অর্থে ব্যবহার করছে, সে বিষয়ে চিকিৎসক মহলের একাংশ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়া জুড়ে অপ্রয়োজনীয়ভাবে এই ড্রাগটি সম্পর্কে প্রচার চালানো হচ্ছে। অনেক ক্ষেত্রে হাইড্রোক্সিক্লোরোকুইনের ব্যবহারের ফলে বিভিন্ন জটিল পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।
যাইহোক এই ওষুধ অবশ্যই রেজিস্টার্ড ডক্টরের সুপারভিশনে থেকে তবেই খাওয়া উচিত।
চিকিৎসকের পরামর্শ ছাড়াই বা করোনার কোন রকম উপসর্গ ছাড়াই, নিজে নিজে এই ওষুধ ব্যবহার করতে গেলে বিপদ ঘনিয়ে আসতে পারে ।

????হাইড্রক্সিক্লোরোকুইন কী?
হাইড্রক্সিক্লোরোকুইন হল ম্যালেরিয়া, লুপাস, রিউম্যাটয়েড আর্থারাইটিস এবং প্রোফাইরিয়া কিউটেনিয়া টারডা চিকিৎসার জন্য ব্যবহৃত একটি জনপ্রিয় ওষুধ।
চিকিৎসকেরা SARS-CoV-2 এর চিকিৎসা করতে হাইড্রক্সিক্লোরোকুইন ব্যাবহার করছেন, কারণ বিভিন্ন দেশ এটিকে ইমার্জেন্সি মেডিসিন হিসাবে ব্যবহারের অনুমতি দিয়েছে ।
ওষুধটি প্ল্যাকুইনিল ব্র্যান্ড নামে পাওয়া যায়; তবে, বর্তমানে এই ওষুধের অনেক জেনেরিক ফর্মেই পাওয়া যায়। তবে এটি যেহেতু একটি প্রেসক্রিপশন ড্রাগ, তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধ খাওয়া উচিত নয়।

???? হাইড্রক্সিক্লোরোকুইন নিয়ে এত মাতামাতি করার কারণগুলি কী কী?

সাম্প্রতিককালে, ইন-ভিট্রো স্টাডিতে (পেট্রিডিশ বা টেস্টটিউবের মধ্যে কোষের ওপর করা পরীক্ষা ) পাওয়া গেছে, হাইড্রোক্সিক্লোরোকুইনের, SARS-CoV-2 এর বিরুদ্ধে অ্যান্টিভাইরাল এফেক্ট রয়েছে।

ফ্রান্সের একটি মেডিকেল ইন্সটিটিউশনের একদল চিকিৎসক COVID-19- এ আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য অ্যান্টিবায়োটিক অ্যাজিথ্রোমাইসিনের সহযোগে হাইড্রোক্সাইক্লোরোকুইন প্রয়োগ করেছেন। তারা COVID-19 আক্রান্ত রোগীদের চিকিৎসার ক্ষেত্রে হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহার করার পরে সন্তোষজনক ফলাফল পেয়েছিলেন, কারণ করোনাভাইরাস সংক্রমণের লক্ষণগুলি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছিল এবং রোগীদের সেরে ওঠার সময় অনেক কম ছিল। যদিও, পরীক্ষায় রোগীদের সংখ্যা এতটাই কম যে, SARS-CoV-2 সংক্রমণ নিরাময়ের জন্য হাইড্রক্সিক্লোরোকুইন কার্যকারিতা সম্পর্কে কোনো সিদ্ধান্তে আসার ক্ষেত্রে উপযুক্ত ছিল না।

????হাইড্রক্সিক্লোরোকুইনের বিভিন্ন গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে:-

সম্প্রতি নিউজউইক বলে পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে যে, সুইডেনে করোনা মহামারী রুখতে হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যবহার বন্ধ করে দিয়েছে।
কারণ এই ড্রাগ ব্যবহারের ফলে অনেক রোগীর দৃষ্টি নষ্ট হয়ে গেছে এবং অসহ্য মাথা ব্যথা হওয়ার ঘটনা ঘটেছে।
ব্রাজিলের আরেকটি গবেষণায় (81 জনের আক্রান্তের উপর পরিচালিত) পাওয়া গেছে যে ক্লোরোকুইনের (হাইড্রক্সিক্লোরোকুইনের অ্যানালগ) উচ্চ মাত্রা সমাধ বিপজ্জনক হতে পারে; কারণ এটি অনিয়মিত হার্টবিট সহ এবং হৃদযন্ত্রের বিভিন্ন সমস্যা তৈরি করতে পারে।
তবে এখানেই শেষ নয় আরো অনেক গবেষণায় হাইড্রক্সিক্লোরোকুইনের বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেছে। যার মধ্যে রয়েছে, বমিভাব, মাথাব্যথা, পেশী দুর্বলতা, ডায়রিয়া, চোখে স্থায়ী ক্ষতি, সোরিয়াসিস বা প্রোফাইরিয়ার মতো ত্বকের সমস্যা এবং হার্টের সমস্যা।

????অন্তর্বর্তী বিভিন্ন ডেটা বিশ্লেষণ করলে আমরা আরও কিছু বিষয় বুঝতে পারব:-

মার্কিন-যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশ COVID-19 রোগীদের উপর হাইড্রক্সিক্লোরোকুইন প্রয়োগ করে ক্লিনিকাল ট্রায়াল শুরু করেছে। এখনো অবধি এমন কোনো ফলপ্রসূ তথ্যে পাওয়া যায়নি, যা “মিরাকেল ড্রাগ” হাইড্রক্সিক্লোরোকুইন এর ব্যাপক ব্যবহারকে সমর্থন করে। COVID-19 -এর চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইনের কার্যকারিতা কতটা সে বিষয়ে দ্রুত একটি মূল্যায়ন করা প্রয়োজন।বিভিন্ন দেশ তাদের ক্লিনিকাল ট্রায়াল তথ্য আদান প্রদান করে একটা অন্তর্বর্তী মূল্যায়ন করলে সকলের ভালো হবে বলে মনে করেন নিউক্র্যাড হেলথ এর প্রতিষ্টাতা, নিউরোসায়েন্টিস্ট, ড: বিশ্বরূপ ঘোষ।
এই তথ্যগুলি থেকে মহামারী চলাকালীন “মোস্ট ওয়ান্টেড ড্রাগ- হাইড্রোক্সাইক্লোরোকুইন” সম্পর্কিত কিছু মূল্যবান তথ্য পাওয়া যেতে পারে।

ডাক্তারের পরামর্শ না নিয়ে বা কোনো রকম কোনো উপসর্গ দেখা না যাওয়া সত্বেও এই ওষুধ কখনোই গ্রহণ করা উচিত নয়। মেডিকেল স্টোরগুলি যাতে এই ওষুধ খোলামেলা ভাবে বিক্রি করতে না পারে, সে বিষয়ে কঠোর হওয়া উচিত এবং সরকারি নিয়মকানুনগুলি অনুসরণ করা উচিত।

করোনাভাইরাস: আপনার রোগ প্রতিরোধক ব্যবস্থাপনাকে আরো সক্রিয় করে তুলতে কী করনীয়?
কোভিড ১৯ মহামারী চলাকালীন কীভাবে মানসিক স্বাস্থ্যের যত্ন নেবেন?
প্লাজমা থেরাপি – আশার আলো দেখাতে পারে সঙ্কটজনক করোনা রোগীদের – এগিয়ে বাংলা ও কেরালা

নিউক্র্যাড হেলথ বাংলা ফেইসবুক পেজ দেখুন ও লাইক করুন – ক্লিক