এপ্রিল 19, 2024

কোভিড-১৯ প্রতিরোধে নোভাভ্যাক্স ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের হিউম্যান ক্লিনিক্যাল ট্রায়ালে আশাব্যাঞ্জক ফল

Reading Time: 3 minutes

শুভময় ব্যানার্জী, পিএইচডি, নিউক্র্যাড হেলথ এর প্রতিবেদন, ফেব্রূয়ারি ২০, ২০২১

সম্প্রতি মেরিল্যান্ডের নোভাভ্যাক্স বায়োফার্মা কোম্পানি একটি প্রোটিন-ভিত্তিক নভেল করোনাভাইরাস ভ্যাকসিন (NVX-CoV2373) তৈরি করেছে, যা ইতিপূর্বেই প্রি-ক্লিনিক্যাল ট্রায়ালে ভাইরাসের বিরুদ্ধে যথেষ্ট পরিমানে অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম হয়েছিলো। গতবছর সেপ্টেমবার মাসে এই ভ্যাকসিনের ব্রিটেনে এবং ডিসেম্বার মাসে আমেরিকাতে সংঘটিত হয় ফেজ-III ক্লিনিক্যাল ট্রায়াল। আশার কথা, নোভাভ্যাক্স জানিয়েছে ব্রিটিশ ক্লিনিক্যাল ট্রায়ালে এই ভ্যাকসিনের ৮৯.৩% কার্যকারিতা দেখা গেছে।   

কিভাবে তৈরি হয়েছে এই নোভাভ্যাক্স ভ্যাকসিন NVX-CoV2373? 

SARS-CoV-2 ভাইরাসের চারপাশে থাকে স্পাইক প্রোটিন, যা ভাইরাসকে ফুসফুসীয় কোষের রিসেপ্টারের সাথে যুক্ত হতে এবং কোষের ভিতরে প্রবেশে সাহায্য করে। নোভাভ্যাক্সের গবেষকরা করোনাভাইরাসের পরিবর্তিত ‘স্পাইক জিন’ সিকোয়েন্স তৈরি করে সেটি ব্যাকিউলো ভাইরাসের মধ্য স্থাপিত করেন। ব্যাকিউলো ভাইরাস শুধুমাত্র পতঙ্গের শরীরে সংক্রমণ ঘটায়। গবেষকরা এই রিকম্বিন্যান্ট ভাইরাস দিয়ে মথকে সংক্রমিত করেন। মথের কোষে তৈরি হওয়া স্পাইক প্রোটিন পরিশুদ্ধ করার পর, ন্যানোপার্টিক্যালের সাহায্যে সেগুলিকে সংযুক্ত করা হয়। এই ফরম্যুলেশানকে ভ্যাকসিন হিসাবে ব্যাবহার করা হয়। 

নিউক্র্যাড হেলথ নিয়ে আসছে নিউক্র্যাড হেলথ হাব – বাংলায় এক নতুন স্টার্ট আপ ,
এক বাঙালি বিজ্ঞানীর হাত ধরে। নিউক্র্যাড হেলথ হাব এর এন্ট্রেপ্রেনিউরশিপ প্রোগ্রাম এ কোনো পুঁজি না লাগিয়ে অংশ গ্রহণ করতে অথবা জানতে হোয়াট’স আপ করুন +917001105893

নোভাভ্যাক্স ভ্যাকসিন NVX-CoV2373 কিভাবে কাজ করে ?

নোভাভ্যাক্সের স্পাইক ন্যানোপার্টিক্যাল ভ্যাকসিন, সোপবার্ক গাছের থেকে পরিশুদ্ধ একটি যৌগের সাথে মিশ্রিত করে হাতে ইনট্রামাসকিউলার ইঞ্জেকশান হিসাবে দেওয়া হয়। এর ফলে, ইঞ্জেকশান দেবার জায়গায় চারপাশ থেকে ইমিউন কোষগুলি (লিম্ফোসাইট, ইওসিনোফিল, ম্যাক্রোফেজ ইত্যাদি) দ্রুত চলে আসে এবং ইমিউন রিঅ্যাকশান শুরু হয়। এই ক্ষেত্রে, ‘অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল’ স্পাইক ন্যানোপার্টিক্যালকে গ্রহন করে তার কোষপর্দায় উপস্থাপিত করে। এরপর অ্যান্টিজেন প্রেজেন্টিং কোষ তার ‘মেজর হিসটোকমপ্যাটিবিলিটি কমপ্লেক্স’ এর সাহায্যে স্পাইক প্রোটিন ও টি-লিম্ফোসাইটের সাথে যুক্ত হয় এবং উদ্দীপিত টি-লিম্ফোসাইটের প্রভাবে, অ্যান্টিবডি প্রস্তুতকারী বি- লিম্ফোসাইট উত্তেজিত হয়ে ওঠে। এই পদ্ধতিতে দুটি কাজ হয়, 

১) SARS-CoV-2 ভাইরাসের স্পাইক প্রোটিনের বিরুদ্ধে নির্দিষ্ট অ্যান্টিবডি তৈরি হয়। 

২) SARS-CoV-2 ভাইরাসের স্পাইক প্রোটিনের কিছু অংশের বিরুদ্ধে কিলার টি-লিম্ফোসাইট তৈরি হয়।  

উপরিউক্ত পদ্ধতির সাহায্যে, নোভাভ্যাক্সের স্পাইক ন্যানোপার্টিক্যাল ভ্যাকসিন ভবিষ্যতের নভেল করোনাভাইরাস সংক্রমণকে প্রতিহত করতে পারে। ফেজ-III ক্লিনিক্যাল ট্রায়ালে মোট ১৫,০০০ মানুষের মধ্যে ভ্যাকসিনটি পরীক্ষা করা হয়। এদের মধ্যে প্রায় ২৭% মানুষ ছিলেন ৬৫ বছরের উর্ধে। এই ভ্যাকসিন যথেষ্ট আশাব্যাঞ্জক ফলাফল দেধিয়েছে। এমনকি, ব্রিটেনে যে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া গেছে, তাকেও প্রতিহত করার ক্ষমতা রাখে এই ভ্যাকসিন। গবেষণার তথ্য অনুযায়ী, নতুন ভ্যারিয়েন্ট প্রতিরোধে ৮৬% কার্যকরী এই ভ্যাকসিন। করোনাভাইরাসের সাউথ আফ্রিকার ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ৬০% প্রতিরোধ গড়েছে নোভাভ্যাক্স ভ্যাকসিন (যাদের শরীরে HIV সংক্রমণ নেই)। 

ভ্যাকসিন ডোজ ও সংরক্ষন পদ্ধতিঃ

নোভাভ্যাক্সের স্পাইক ন্যানোপার্টিক্যাল ভ্যাকসিনের প্রথম ডোজ দেবার ২১ দিন পরে দ্বিতীয় ডোজ দিতে হবে। বিজ্ঞানীরা জানিয়েছেন, এই ভ্যাকসিনের প্রভাব অনেক বছর স্থায়ী হতে পারে। ফাইজার ও মডার্নার ভ্যাকসিনের মতো নোভাভ্যাক্সের ভ্যাকসিন সংরক্ষনে বিশেষ জটিলতা নেই। এই ক্ষেত্রে, ভ্যাকসিনটিকে ফ্রিজ না করে, ৪ ডিগ্রি সেন্টিগ্রেডে বহুদিন রাখা যায়। ফলে এই ভ্যাকসিন দ্রুত দেশের বিভিন্ন স্থানে পরিবহন করা সম্ভব। 

Subscribe Bengali YouTube Channel: Neucrad Health নিউক্র্যাড হেলথ Bangla
May be an image of 2 people and text

তথ্যসূত্রঃ

  1. Tian JH, Patel N, Haupt R, Zhou H, Weston S, Hammond H, Logue J, Portnoff AD, Norton J, Guebre-Xabier M, Zhou B, Jacobson K, Maciejewski S, Khatoon R, Wisniewska M, Moffitt W, Kluepfel-Stahl S, Ekechukwu B, Papin J, Boddapati S, Jason Wong C, Piedra PA, Frieman MB, Massare MJ, Fries L, Bengtsson KL, Stertman L, Ellingsworth L, Glenn G, Smith G. SARS-CoV-2 spike glycoprotein vaccine candidate NVX-CoV2373 immunogenicity in baboons and protection in mice. Nat Commun. 2021 Jan 14;12(1):372. doi: 10.1038/s41467-020-20653-8. PMID: 33446655; PMCID: PMC7809486.
  2. Keech C, Albert G, Cho I, et al. Phase 1-2 Trial of a SARS-CoV-2 Recombinant Spike Protein Nanoparticle Vaccine. N Engl J Med. 2020;383(24):2320-2332. doi:10.1056/NEJMoa2026920
  3. Kaur SP, Gupta V. COVID-19 Vaccine: A comprehensive status report. Virus Res. 2020;288:198114. doi:10.1016/j.virusres.2020.198114
  4. Chung YH, Beiss V, Fiering SN, Steinmetz NF. COVID-19 Vaccine Frontrunners and Their Nanotechnology Design. ACS Nano. 2020;14(10):12522-12537. doi:10.1021/acsnano.0c07197
  5. Pollet J, Chen WH, Strych U. Recombinant protein vaccines, a proven approach against coronavirus pandemics [published online ahead of print, 2021 Jan 7]. Adv Drug Deliv Rev. 2021;170:71-82. doi:10.1016/j.addr.2021.01.001