নভেম্বর 23, 2024

ডেঙ্গভ‍্যাক্সিয়া ভ‍্যাক্সিন- F.D.A অনুমোদিত ডেঙ্গু প্রতিরোধী ভ‍্যাক্সিন

Reading Time: 2 minutes

নিউক্র‍্যাড হেলথ বাংলার নিজস্ব প্রতিবেদন

ডেঙ্গুর প্রাদুর্ভাব যে কী ভয়াবহ, বিশেষ করে ভারতের মতো ক্রান্তীয় দেশগুলিতে এর প্রকোপ ‌কী আকার ধারণ করত হতে পারে তা সবাই জানে। প্রতি বছর বর্ষার শুরু‌ থেকে এটি ছড়াতে শুরু করে দেয় এবং অনেকের প্রাণনাশ করে। ন‍্যাশনাল ভেক্টর বোর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম (NVBDCP) এর রিপোর্ট অনুযায়ী, শুধুমাত্র 2018 সালের 30 শে সেপ্টেম্বরের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 83 জন প্রাণ হারায় এবং 40,868 রোগীকে সংক্রামিত হয়। NVBDCP প্রকাশিত তথ্য অনুসারে ডেঙ্গুর প্রাদুর্ভাবে সবচেয়ে খারাপ অবস্থা হয়েছিল 2017 সালে, এ বছর দেশের প্রায় 1,88,401 জন মানুষ আক্রান্ত হয়েছিল, এবং এবছর ভারতে 325 রোগীর মৃত্যু হয়েছিল। 2017 সালের ডিসেম্বরে ডেঙ্গু আগ্রাসন পশ্চিমবঙ্গেও তার প্রকোপ বসিয়েছেল। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ঐ বছরই পশ্চিমবঙ্গে মৃতের সংখ্যা 38।

ভারত, বাংলাদেশ, চীনের একাংশ, ইন্দোনেশিয়া এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জসহ অনেক গ্রীষ্মমন্ডলীয় দেশগুলিতে ডেঙ্গু মৃত্যুর ভয়াবহ পরিসংখ্যান এতটাই আলোড়ন সৃষ্টিকারী, যে এর প্রতিরোধমূলক পদক্ষেপ খুঁজে পেতে সারা বিশ্বের বিজ্ঞানীরা মরিয়া হয়ে উঠেছিলেন। অবশেষে, ফরাসি ঔষধ নির্মাতা সানফফি এই রোগের জন্য একটি টিকা তৈরি করেছেন- ডেঙ্গভ্যাক্সিয়া।
F.D.A. ফিলিপাইনে জনসাধারণের ভীতির কারণে ভ্যাকসিন বন্ধ হয়ে যাওয়ার পরে, আবার 1 লা মে 2019 থেকে নতুন করে 9 থেকে 16 বছর বয়সীদের এই ইনজেকশন ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে। প্রথমবার ফিলিপাইনে কিছু বাচ্চাদের মধ্যে গুরুতর ভ‍্যাকসিষ নেবার পর শিশুদের দেহে সেকেন্ডারি সংক্রমণ সৃষ্টি হওয়ায় এই কর্মসূচি বন্ধ করে দেয়া হয়েছিল। যাইহোক, আমরা ডেঙ্গু ভ্যাকসিনের বিস্তারিত জানতে আগে রোগটি সম্পর্কে কিছু তথ্য জেনে নিন।

ডেঙ্গু জ্বর সৃষ্টিকারী জীবানুটি কী?
ডেঙ্গু ভাইরাস (DEN) দ্বারা সংক্রমণ ঘটে। যার চারটি স্বতন্ত্র স্টিরিওটাইপ রয়েছে (DEN-1, DEN-2, DEN-3 এবং DEN-4)। এটি ফ্ল্যাভিভাইরাস বংশোদ্ভূত, ফ্ল্যাভিভিরিডি পরিবারের সদস্য।
এই চারটি সেরোটাইপগুলির মধ্যে, ডেন -২ এবং ডেন-3 এর “এশিয়ান” জিনোটাইপদুটি প্রাণঘাতী সেকেন্ডারি ডেঙ্গু সংক্রমণগুলি তৈরির জন্য দায়ী।

কিভাবে ডেঙ্গু ভাইরাস সংক্রামিত রোগীদের থেকে স্বাস্থ্যকর ব্যক্তিদের মধ্যে ছড়িয়ে পড়ে?
ডেঙ্গু ভাইরাসটি ভেক্টর বাছাই বাহক হল মশা, মশার দ্বারা আক্রান্ত ব্যক্তিদের থেকে এই রোগে সংক্রামিত হয়। এডিস ইজিপ্টি এবং এডিস অ‍্যালডোপিক্টাস সারা পৃথিবীতে পাওয়া যায়, আর এরাই মূলত ডেঙ্গুর প্রাদুর্ভাবের জন্য দায়ী। সংক্রামিত মানুষ সাধারণত মশার কামড়ের 4 থেকে 7 দিনের মধ্যে ডেঙ্গুর লক্ষণগুলি প্রকাশ করে এবং এই সংক্রমণ 3 থেকে 10 দিনের মধ্যে থাকে। রক্তের মধ্যে এই জীবাণু প্রবেশের পর, ভাইরাসটি অন্য ব্যক্তির কাছে ট্রান্সমিশনের জন্য 8 থেকে 1২ দিন সময় প্রয়োজন।
কিছু বিরল ক্ষেত্রে, ডেঙ্গু ভাইরাস এছাড়াও সংক্রামিত মা থেকে গর্ভাবস্থায় শিশুর কাছে প্রেরিত হয়।

ডেঙ্গু সংক্রমণের সাধারন লক্ষণগুলি হল:

  • শারীরিক যন্ত্রণা বিশেষ করে পেশী ও জয়েন্টগুলোতে।
  • তীব্র মাথাব্যথা।
  • চামড়ায় র‍্যাশ।
  • চোখের পিছনে অসহ্য ব্যথা।
  • হঠাৎ করে খুব জ্বর।
  • ক্লান্তি, বমি, এবং বমি বমি বমি।
  • মাড়ি বা নাক হালকা রক্তপাত।

তবে ডেঙ্গুর সেকেন্ডারি ইনফেকশন হলে তা অনেক বেশি ভয়ানক এবং বেশিরভাগ সময়ই প্রাণঘাতী।

ডেঙ্গু ভ্যাকসিন কিভাবে মানুষকে সাহায্য করবে?
সিডিসির রিপোর্ট অনুযায়ী, প্রায় 400 মিলিয়ন মানুষ ডেঙ্গুর ভাইরাস দ্বারা সংক্রমিত হন। এর মধ্যে, মাত্র 500,000 রোগী অবস্থা মারাত্মক আকার ধারণ করে। এই সব ব্যক্তিদের যদি ডেঙ্গভ্যাক্সিয়া ভ্যাকসিন (সানফী পাস্তুর দ্বারা প্রস্তুত) নেন তবে তার সংক্রামিত ‌হবির ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। এই ভ্যাকসিনটির তিনটি ডোজ ইনজেকশনের আকারে দেওয়া হয়- 1) প্রথম ডোজ, ‌ 2)প্রথম ডোজ নেবার ছয় মাস একটি। 3)এবং প্রথম ইনজেকশনের বারো মাস পরে আরও একটি।
9 থেকে 16 বছর বয়সী যে সব শিশুরা ডেঙ্গুতে আক্রান্ত‌ হবার সম্ভাবনা খুব বেশি এমন এলাকায় বসবাস করে, তারাই শুধুমাত্র এই টিকা গ্রহণ করতে পারে। এই টীকার থেকে ফিলিপাইনে যে সমস্যা‌র কথা প্রথমেই বলা হয়েছে,‌ সেটিই এই ধরনের সিদ্ধান্ত নেবার মূল কারণ।

ফিলিপাইনের ডেঙ্গুর টিকা দেবার পর স্কুল বাচ্চাদের কী ঘটেছে?
ফিলিপাইনে, ডেঙ্গুর টিকা নেওয়ার পর সেকেন্ডারি সংক্রমণ এবং মিজ্লস দেখা দেওয়ায় অভিভাবকদের মধ্যে প‍্যানিক ছড়িয়ে পড়ে। বাচ্চাদের প্লাজমা লিকেজ সিন্ড্রোম নামে পরিচিত একটি গুরুতর জটিলতা সৃষ্টি করে। যদিও এই সমস‍্যা খুবই বিরল কিন্তু, এই ক্ষেত্রে আরও বেশি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।