জানুয়ারি 23, 2025

করোনাভাইরাস ও করোনারোগী হতে আমাদের দেশের চিকিৎসক-মহল কতটা সুরক্ষিত?

respirator-5047906_1280
Reading Time: 3 minutes

নিউক্র্যাড হেলথ বাংলা মে 3, 2020

মহামারী রোধে আমাদের বীরযোদ্ধা চিকিৎসক ও চিকিৎসক কর্মীরা যথাযথ সুরক্ষা পাচ্ছেন, নাকি আসল চিত্রটা একটু অন্যরকম? আসুন দেখে নিই আমাদের দেশের চিকিৎসক-মহল কতটা সুরক্ষিত । আপনারা বেশিরভাগই লকডাউনে বাড়ির সুরক্ষা আবরনীর মধ্যে নিরাপদে রয়েছেন, কিন্তু রোগীদের যত্ন নিতে স্বাস্থ্যসেবা কর্মীদের প্রতিদিন হাসপাতালে যেতে হচ্ছে। তাদের পক্ষে সামাজিক দূরত্ব মেনে চলা সম্ভবপর নয়, কারণ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ও বিভিন্ন চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করার সময় রোগীদেরকে স্পর্শ করতেই হয়। এই পরিস্থিতিতে, পর্যাপ্ত ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) এবং নিম্নলিখিত স্বাস্থ্যবিধির অনুশীলন-ই কেবল আমাদের চিকিৎক কর্মীদেরকে SARS-CoV-2 ভাইরাস বাঁচাতে পারে। তবে ভারত ও বিদেশের অনেক অনেক হাসপাতালের অভিযোগ রয়েছে যে তাঁরা পর্যাপ্ত পিপিই, স্যানিটাইজার, মাস্ক এবং জীবাণুনাশক সরবরাহের পাচ্ছেন না। যা, COVID-19 চিকিৎসার উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে।

Assorted N95 Mask

আসুন না, COVID-19 ওয়ার্ডের রোগীদের চিকিৎসা করছেন এমন চিকিৎসক এবং নার্সদের দুর্দশা চিত্রটা না‌হয় আমরা একটু দেখে নিই। আগে এমনকি এখনো পর্যন্ত , প্রতিনিয়ত স্বাস্থ্যসেবা কর্মীরা কীভাবে করোনাভাইরাস দ্বারা সংক্রামিত হচ্ছেন সে খবর বার বার আমরা পেয়ে আসছি। 2020 সালের 14 মার্চ, একটি 64 বছর বয়সী রোগী হৃদরোগের জন্য মুম্বাইয়ের পিডি হিন্দুজা হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন সময়, তিনি তার বিদেশ ভ্রমণের কথাটি চেপে রাখেন। চেক-আপের কয়েক দিনের মধ্যেই তার COVID-19 পজেটিভ ধরা পড়ে। তাকে তৎক্ষণাৎ আরও চিকিৎসার জন্য কাস্তুরবা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল, এবং অন্যান্য 82 জন কর্মচারী যারা পিপিই-বিহীন ভাবে রোগীর প্রত্যক্ষ সংস্পর্শে এসেছিলেন তাদেরও কস্তুরবা হাসপাতালে আইসোলেশনে রাখা হয়। রোগীর গাফিলতির কারণে পিডি হিন্দুজা হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ব্যাহত হয়।

প্রতিনিয়ত দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত চিকিৎসা কর্মীরা SARS-CoV-2 আক্রান্ত হচ্ছেন:– দিল্লি রাজ্য ক্যান্সার ইনস্টিটিউটের 25 মেডিকেল কর্মীরা এপ্রিলের প্রথম দিকে COVID-19-এর শিকার হয়েছেন। এমনকি এপ্রিল 19, নয়াদিল্লির অন্যতম বিখ্যাত লেডি হার্ডিঞ্জ মেডিকেল কলেজের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে কর্মরত আটজন স্বাস্থ্যসেবা কর্মী করোনাভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছিলেন। আবার যে সমস্ত হসপিটাল বা নার্সিংহোমে করোনা আক্রান্ত রোগীদের আইসোলেশন রাখা হয়েছে, সেই সমস্ত আইসোলেশন ওয়ার্ডে কর্মরত চিকিৎসক, নার্স ও অন্যান্য চিকিৎসা কর্মীদের অবস্থা আরো শোচনীয়। তাহলে কি ম্যানেজমেন্ট তাদেরকে যথাযথ আত্মরক্ষামূলক পিপিই, স্যানিটাইজার, জীবানুনাশক ইত্যাদি সরবরাহ করছেন না?

চিকিৎসক ও চিকিৎসা কর্মীরাই যদি SARS-CoV-2 ভাইরাস থেকে নিজেকে রক্ষা করতে অক্ষম হন তাহলে কী বিপদ নেমে আসতে পারে?

অনেক অনেক হাসপাতালেই এখন পর্যাপ্ত সংখ্যক সার্জিক্যাল মাস্ক নেই (N-95 মাস্ক চরম দুষ্প্রাপ্য হয়ে উঠেছে); নেই গ্লাভস, স্যানিটাইজারস, লিক্যুইড সোপ, পিপিই এবং অ্যান্টিভাইরাল জীবাণুনাশক। ফলস্বরূপ, বেশিরভাগ চিকিৎসা কর্মী বিভিন্ন রাজ্যে SARS-CoV-2 রোগীদের চিকিৎসার জন্য যখনি প্রত্যক্ষ সংস্পর্শে এসেছেন তারাও আক্রান্ত হয়ে পড়েছেন। এই পরিস্থিতি অব্যাহত থাকে তবে কয়েক দিনের মধ্যে স্বাস্থ্যসেবা পরিসেবা পুরোপুরি ভেঙে পড়বে। সরকার রোগীদের চিকিত্সা করার মতো কেউ না থাকায় হাসপাতাল ও বিচ্ছিন্নতা ওয়ার্ডগুলিতে অপারেশন স্থগিত করতে বাধ্য করা হবে। ভাইরাসের জন্য ইতিবাচক পরীক্ষা করছেন যখনই তারা ইতিবাচক COVID-19 রোগীর সাথে সরাসরি যোগাযোগ করেন। যদি এই পরিস্থিতি অব্যাহত থাকে তবে কয়েক দিনের মধ্যে স্বাস্থ্যসেবা সুবিধাগুলি পুরোপুরি ভেঙে পড়বে। রোগীদের চিকিৎসা করার মতো কেউ থাকবে না। হাসপাতাল ও আইসোলেশন ওয়ার্ডগুলি স্থগিত হয়ে যাবে, আর তার ভয়ঙ্কর ফলাফল কী হতে পারে, তা আপনি নিজেই ভেবে নিন।

কীভাবে আমরা আমাদের চিকিৎসক এবং নার্সদের রক্ষা করতে পারি?

প্রতিটি সরকারকে অবশ্যই প্রতিটি রাজ্যে পরীক্ষার সংখ্যা আরো বাড়াতে হবে এবং COVID-19 পজেটিভ রোগীদের আলাদা করতে হবে। মহামারী ছড়িয়ে পড়া এবং আমাদের স্বাস্থ্যসেবা কর্মীদেরকে করোনা আক্রান্ত রোগীদের সংস্পর্শে আসার হাত থেকে বাঁচানোর জন্য এটিই প্রথম পদক্ষেপ হওয়া উচিৎ। সরকারের উচিৎ পর্যাপ্ত পরিমাণ মাস্ক, গ্লাভস, স্যানিটাইজারস, লিক্যুইড সোপ, পিপিই এবং অ্যান্টিভাইরাল জীবাণুনাশক ক্রয়ের জন্য আরও তহবিল বরাদ্দ করা, এবং এগুলি পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করা – যাতে কোন হসপিটালে চিকিৎসক এবং কর্মরত অন্যান্য স্টাফদের সুরক্ষার অভাব না হয়। এটি কোন অবহেলার বিষয় নয়, সুরক্ষার বিষয় !!

স্যানিটেশন কর্মীদেরকে তাদের নজরদারি আরো জোরালো করতে হবে। দরজার হাতল থেকে শুরু করে , চেয়ার, স্যুইচ বোর্ড এবং বা রোগীদের দ্বারা স্পর্শকরা সমস্ত জায়গাগুলিই ঘন ঘন জীবাণুনাশক দ্বারা পরিশোধিত করতে হবে। যেকোনো অসুস্থতার চিকিৎসার জন্য যখন রোগীরা হসপিটালে যাচ্ছেন তখন রোগীদেরও উচিৎ মাস্ক ব্যবহার করা। পাশাপাশি রোগী যদি COVID-19-এর ন্যায় কোনো উপসর্গ, যেমন জ্বর, কাশি, সর্দি, নাকবন্ধ বা শ্বাসকষ্ট হয়ে থাকে তবে তা লুকানো উচিত নয়।

আমাদেরকে সর্বদা বুঝতে হবে যে আমাদের এই স্বাস্থ্যসেবা কর্মীরাই COVID-19 যুদ্ধের বিরুদ্ধে আমাদের প্রথম সারির যোদ্ধা। আমরা যদি SARS-CoV-2 ভাইরাসের থেকে তাদেরকেই বাঁচাতে অক্ষম থাকি তবে এই ভয়ঙ্কর পরিস্থিতির হাত থেকে, এই মহামারীর ভয়াল মৃত্যু গ্রাস থেকে আমাদের রক্ষা করার জন্য আর কেউই অবশিষ্ট থাকবে না। আসুন এই মহামারী রুখে দিতে আমরা সকলে জোটবদ্ধ হয়ে লড়াই করি।

কোভিড ১৯ মহামারী চলাকালীন কীভাবে মানসিক স্বাস্থ্যের যত্ন নেবেন?
করোনাভাইরাস: আপনার রোগ প্রতিরোধক ব্যবস্থাপনাকে আরো সক্রিয় করে তুলতে কী করনীয়?
প্লাজমা থেরাপি – আশার আলো দেখাতে পারে সঙ্কটজনক করোনা রোগীদের – এগিয়ে বাংলা ও কেরালা