ডিসেম্বর 23, 2024

আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেম করোনার ভেরিয়েন্টগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ক্ষমতা রাখে – গবেষণা রিপোর্ট

ok
Reading Time: 4 minutes

শুভময় ব্যানার্জী, পিএইচডি, নিউক্র্যাড হেলথ এর প্রতিবেদন, এপ্রিল ২৪, ২০২১

বিশ্বে নভেল করোনা ভাইরাস প্যান্ডেমিকের প্রথম দফার রেশ কাটতে না কাটতেই শুরু হয়েছে নতুন করে সংক্রমণ। এবারে শুধু নভেল করোনা ভাইরাস (SARS-CoV-2) নয়, নতুন ভ্যারিয়েন্ট ভাইরাসের হদিশ মিলছে ব্রিটেন, অ্যাফ্রিকা, ব্রাজিল ও ক্যালিফোরনিয়া থেকে। ভারত সহ বিশ্বের নানা দেশে দ্রুত ছড়াচ্ছে এই ভ্যারিয়েন্টগুলির সংক্রমণ। প্রাথমিক পর্যায়ের ভ্যাক্সিনেশান পর্ব শুরু হয়েছে প্রতিটি দেশে। এই পরিস্থিতিতে মানুষের মনে দেখা দিচ্ছে নানা আশঙ্কা ও প্রশ্ন। যেমন, করোনা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ভ্যাক্সিনেশান কার্যকরী হবে তো? নতুন ভ্যারিয়েন্ট ভাইরাসের ক্ষতিকারক প্রভাব কতোটা? কিভাবে চিকিৎসা করলে ভ্যারিয়েন্ট ভাইরাস সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব হবে? এরকম হাজারো প্রশ্ন। এই প্রয়োজনীয় প্রশ্নগুলির সমাধান বার করার চেষ্টায় রত সারা বিশ্বের গবেষক ও বিজ্ঞানীমহল। 

সম্প্রতি, ক্যালিফোরনিয়ার লা হোলা ইন্সিটিউট অফ ইমিউনোলজি, ক্রেগ ভেন্টার ইন্সিটিউট, ক্যালিফোরনিয়া বিশ্ববিদ্যালয় ও ইটালির জেনোয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা গবেষণা করে এক চমকপ্রদ তথ্য আমদের সামনে উপস্থাপিত করেছেন। তাদের গবেষণায় দেখা যাচ্ছে, SARS-CoV-2 এবং তার ভ্যারিয়েন্ট ভাইরাসগুলির বিরুদ্ধে লড়াই করার জন্যে আমাদের শরীরে তৈরি হওয়া টি-লিম্ফোসাইটগুলি (CD4+ ও CD8+) সমান ভাবে কার্যকরী, এমনকি মডার্না, ফাইজার, বায়ো-এন টেক ভ্যাকসিনের বিরুদ্ধেও তারা একই রকম সক্রিয়তা প্রদর্শন করে। তবে, এই গবেষণার কথা বিস্তারিত জানার আগে, আমরা ধারনা করে নেবো করোনা ভাইরাসের বিরুদ্ধে আমাদের শরীরে টি-লিম্ফোসাইট রেস্পন্স কিভাবে তৈরি হয় সেই সম্পর্কে।   

দেহের সংক্রমণ প্রতিরোধে টি-লিম্ফোসাইটের ভূমিকাঃ

টি-লিম্ফোসাইট শরীরের ইমিউন সিস্টেমের বিশেষ কোষ। মূলত CD4+ ও CD8+ এই দুই প্রকার টি-লিম্ফোসাইট সংক্রমণ প্রতিরোধের কাজ করে। দেহে বাইরে থেকে কোন জীবাণু প্রবেশ করলে সেই জীবাণুর বা অ্যান্টিজেনের বিশেষ কোন অংশের (একে ‘এপিটোপ’ বলে, যার সাথে অ্যান্টিবডি সংযুক্ত হতে পারে) বিরুদ্ধে নির্দিষ্ট টি-লিম্ফোসাইট তৈরি হতে থাকে। CD4+ কোষ  বি-লিম্ফোসাইটকে উদ্দীপিত করে জীবাণুর বিরুদ্ধে ‘নিউট্রিলাইজিং অ্যান্টিবডি’ তৈরি করতে সাহায্য করে আর CD8+ টি-লিম্ফোসাইট জীবাণুকে সরাসরি আক্রমন করে ধ্বংস করে থাকে। সুতরাং বোঝা যাচ্ছে, টি-লিম্ফোসাইট রেস্পন্স জীবাণু- নির্দিষ্ট (Pathogen-specific)। দেহে SARS-CoV-2 সংক্রমিত কোষ ভাইরাসের অ্যান্টিজেনকে বা তার কোন এপিটোপকে সাইটোটক্সিক-টি-লিম্ফোসাইটের কাছে উপস্থাপন করে (একে ‘অ্যান্টিজেন প্রেজেন্টেশান’ বলে)। ওই টি-লিম্ফোসাইট রোগ সৃষ্টিকারী ভাইরাস অ্যান্টিজেনকে বিনষ্ট করে। 

“একজন গবেষক বিজ্ঞানী হয়ে সাধারণ মানুষের কাছে বিজ্ঞান, গবেষণা ও স্বাস্থ্য সচেতনতা নিয়ে আসতে বদ্ধপরিকর – আপনার স্বাস্থ্য সচেতনতা আপনাকে বিপদের সময় পথ দেখাবে” – বিশ্বরূপ ঘোষ, নিউক্র্যাড হেলথ ফাউন্ডার । আমেরিকা প্রবাসী বাঙালি গবেষক বিজ্ঞানী বিশ্বরূপ ঘোষ তার স্টার্ট আপ নিয়ে আসছেন বাংলা তথা ইন্ডিয়াতে। খুব শীঘ্র নিউক্র্যাড হেলথ হাব এর ডিজিটাল ডাক্তার প্লাটফর্ম শুরু হবে। আপনাদের আশীর্বাদ কামনা করি।

SARS-CoV-2 ভ্যারিয়েন্টগুলির বিরুদ্ধেও রোগীর দেহে টি-লিম্ফোসাইট রেস্পন্স সমান কার্যকরীঃ বিজ্ঞানীদের পর্যবেক্ষণ 

ক্যালিফোরনিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা SARS-CoV-2 সংক্রমণের পরে যারা সুস্থ হয়ে উঠেছেন এবং যারা করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন সেই সব ডোনারের থেকে টি-লিম্ফোসাইট সংগ্রহ করে চীনের ইউহানে উদ্ভূত SARS-CoV-2 এবং অন্যান্য ভ্যারিয়েন্ট ভাইরাসগুলির (B.1.1.7, B1.351, P.1 এবং CAL.20C) সাথে আলাদা করে গবেষণাগারে ‘ইন-ভিট্রো’ পরীক্ষায় সংক্রমণ ঘটিয়ে টি-লিম্ফোসাইটগুলির (CD4+ ও CD8+ উভয় কোষের) রেস্পন্স পর্যালোচনা করা হয়। একই সাথে বিজ্ঞানীরা মডার্না, ফাইজার, বায়ো-এন টেক ভ্যাকসিনগুলি SARS-CoV-2 এবং অন্যান্য ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কতোটা টি-লিম্ফোসাইট রেস্পন্স তৈরি করতে পারে সেটিও খতিয়ে দেখেন। গবেষকদের মতে, পরীক্ষার ফল বেশ আশাব্যাঞ্জক কারন SARS-CoV-2 এবং তার সংক্রমণযোগ্য ভ্যারিয়েন্ট ভাইরাসগুলির বিরুদ্ধেও রোগীর দেহে টি-লিম্ফোসাইট রেস্পন্সের বিশেষ কোন ফারাক নেই। শুধু তাই নয় ভ্যাকসিন নেবার পরেও CD4+ ও CD8+ টি-লিম্ফোসাইটের সক্রিয়তা ভ্যাকসিন গ্রহীতার দেহে দেখা গেছে। গবেষকদের এই কাজ bioRxiv পত্রিকায় সম্প্রতি প্রকাশিত হয়েছে।  

তবে একই সাথে গবেষকদের এই পরীক্ষার কিছু সীমাবদ্ধতা লক্ষ্য করা গেছে। অনেক বিজ্ঞানীরা প্রশ্ন তুলেছেন রোগীর দেহে SARS-CoV-2 বিরুদ্ধে গড়ে ওঠা ‘অ্যান্টিবডি রি-অ্যাকটিভিটি’ নিয়ে। কারন করোনা সংক্রমণে বিভিন্ন রোগীর ক্ষেত্রে নিউট্রিলাইজিং অ্যান্টিবডির বিভিন্ন মানের কার্যকারিতা দেখা গেছে। টি-লিম্ফোসাইট রেস্পন্স ছাড়াও করোনা সংক্রমণ প্রতিরোধে অ্যান্টিবডির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু গবেষণায় এই ব্যাপারটির কোন উল্লেখ নেই। এছাড়া, SARS-CoV-2 এবং তার ভ্যারিয়েন্ট ভাইরাসগুলির যে অ্যান্টিজেন পেপটাইড নিয়ে পরীক্ষা করা হয়েছে তাদের মধ্যে সুক্ষ্য মিউটেশান থাকতে পারে, যা করোনা আক্রান্ত দেহকোষের অ্যান্টিজেন প্রেজেন্টেশান পদ্ধতিতে ভালোভাবে প্রভাবিত করতে পারে, এই সমস্যাটিরও কোন আলোচনা গবেষণাপত্রে করা হয় নি। পুরো গবেষণায় ডোনারদের সংখ্যা আরও বেশী হলে গবেষকদের যুক্তির সপক্ষে প্রমান আরও জোরালো হতো। সুতরাং, বিজ্ঞানীদের আরও তথ্য গবেষণা করে বার করতে হবে কোন বড় সিদ্ধান্তে আসার জন্যে। তবে, নিঃসন্দেহে তাঁদের প্রাথমিক পর্যায়ের এই গবেষণা কিছুটা হলেও এই অতিমারির আবহে আমাদের স্বস্তি দেবে। 

স্বাস্থ্যের নির্ভরযোগ্য একমাত্র বাংলা YouTube চ্যানেল – সাবস্ক্রাইব করুন।

মুখের ক্যান্সার- কি করবেন কি করবেন না:
জনস্বাস্থ্য ও স্বাস্থ্য পরিষেবায় নজরদারি প্রয়োজন
কোভিড টিকা- ও তার বিভিন্ন প্রবণতা
কোভিড-১৯ টিকাকরণের উপর প্রশ্ন-উত্তর
শিশু স্বাস্থ্যের টিকাকরণের ভূমিকা
করোনা মহামারী ও কিডনি রোগ : সচেতনতা ও চিকিৎসা – ডাঃ উপল সেনগুপ্ত, কিডনি বিশেষজ্ঞ, কলকাতা
হৃদরোগ ও COVID-19:একটু সচেতনতা

 তথ্যসূত্রঃ

  1. Tarke A, Sidney J, Methot N, Zhang Y, Dan JM, Goodwin B, Rubiro P, Sutherland A, da Silva Antunes R, Frazier A, Rawlings SA, Smith DM, Peters B, Scheuermann RH, Weiskopf D, Crotty S, Grifoni A, Sette A. Negligible impact of SARS-CoV-2 variants on CD4 + and CD8 + T cell reactivity in COVID-19 exposed donors and vaccinees. bioRxiv [Preprint]. 2021 Mar 1:2021.02.27.433180. doi: 10.1101/2021.02.27.433180. PMID: 33688655; PMCID: PMC7941626.
  2. Woldemeskel BA, Garliss CC, Blankson JN. SARS-CoV-2 mRNA vaccines induce broad CD4+ T cell responses that recognize SARS-CoV-2 variants and HCoV-NL63. J Clin Invest. 2021 Apr 6:149335. doi: 10.1172/JCI149335. Epub ahead of print. PMID: 33822770.
  3. Meo SA, Bukhari IA, Akram J, Meo AS, Klonoff DC. COVID-19 vaccines: comparison of biological, pharmacological characteristics and adverse effects of Pfizer/BioNTech and Moderna Vaccines. Eur Rev Med Pharmacol Sci. 2021 Feb;25(3):1663-1669. doi: 10.26355/eurrev_202102_24877. PMID: 33629336.
  4. Peng Y, Mentzer AJ, Liu G, Yao X, Yin Z, Dong D, Dejnirattisai W, Rostron T, Supasa P, Liu C, Lopez-Camacho C, Slon-Campos J, Zhao Y, Stuart D, Paeson G, Grimes J, Antson F, Bayfield OW, Hawkins DE, Ker DS, Turtle L, Subramaniam K, Thomson P, Zhang P, Dold C, Ratcliff J, Simmonds P, de Silva T, Sopp P, Wellington D, Rajapaksa U, Chen YL, Salio M, Napolitani G, Paes W, Borrow P, Kessler B, Fry JW, Schwabe NF, Semple MG, Baillie KJ, Moore S, Openshaw PJ, Ansari A, Dunachie S, Barnes E, Frater J, Kerr G, Goulder P, Lockett T, Levin R, Cornall RJ, Conlon C, Klenerman P, McMichael A, Screaton G, Mongkolsapaya J, Knight JC, Ogg G, Dong T. Broad and strong memory CD4 + and CD8 + T cells induced by SARS-CoV-2 in UK convalescent COVID-19 patients. bioRxiv [Preprint]. 2020 Jun 8:2020.06.05.134551. doi: 10.1101/2020.06.05.134551. Update in: Nat Immunol. 2020 Sep 4;: PMID: 32577665; PMCID: PMC7302222.
  5. Habel JR, Nguyen THO, van de Sandt CE, Juno JA, Chaurasia P, Wragg K, Koutsakos M, Hensen L, Jia X, Chua B, Zhang W, Tan HX, Flanagan KL, Doolan DL, Torresi J, Chen W, Wakim LM, Cheng AC, Doherty PC, Petersen J, Rossjohn J, Wheatley AK, Kent SJ, Rowntree LC, Kedzierska K. Suboptimal SARS-CoV-2-specific CD8+ T cell response associated with the prominent HLA-A*02:01 phenotype. Proc Natl Acad Sci U S A. 2020 Sep 29;117(39):24384-24391. doi: 10.1073/pnas.2015486117. Epub 2020 Sep 10. PMID: 32913053; PMCID: PMC7533701.
  6. Sette A, Crotty S. Adaptive immunity to SARS-CoV-2 and COVID-19. Cell. 2021 Feb 18;184(4):861-880. doi: 10.1016/j.cell.2021.01.007. Epub 2021 Jan 12. PMID: 33497610; PMCID: PMC7803150.