ডিসেম্বর 24, 2024

বাংলার গ্রাম থেকে শহরে নিউক্র্যাড হেলথের স্বাস্থ্য পরিষেবা ছড়িয়ে পড়ছে – সঙ্গে থাকুন I

digital app
Reading Time: 5 minutes

বিশ্বরূপ ঘোষ, পিএইচডি; নিউক্র্যাড হেলথ, জুন ২৮, ২০২৩

আপনারা প্রতিদিন শহরের বড় বড় কর্পোরেট কোম্পানির প্রচুর প্রমোশন দেখে থাকেন দেশের প্রথম শ্রেণীর কর্পোরেট মিডিয়ার মাধ্যমে I সমাজ তাঁদের কথা শোনে, চর্চা করে I কিন্তু আজ আপনাদের আমি গ্রামের এক স্টার্টআপের কথা শোনাতে চাই I আমেরিকায় বিজ্ঞানী হিসাবে কর্মরত অবস্থায় আমি আমার ভাই মছলন্দপুর নিবাসী অনুপ ঘোষকে সঙ্গে নিয়ে আমাদের জন্মস্থান (মছলন্দপুর, কালনা, পূর্ব বর্ধমান) ঘিরেই ধাপে ধাপে গড়ে তুলছি নিউক্র্যাড হেলথ হাব নামক এই স্টার্টআপ কোম্পানীটি l এই গ্রাম থেকেই বাংলাব্যাপী টেলিমেডিসিন প্লাটফর্মও নিয়ে এসেছে নিউক্র্যাড হেলথ হাব l

গ্রামের অফিস থেকেই বাংলাব্যাপী ভিডিও মাধ্যমে টেলিহেলথ প্লাটফর্ম গড়ে উঠছে । ঘরে বসে এখন স্বাস্থ্য পরিষেবার সুবিধা খুব সহজে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। টেলিমেডিসিন প্লাটফর্ম কিন্তু নতুন নয়, কিন্তু ভারতের নামী দামী কোম্পানির থেকে কম মূল্যে সমপর্যায়ের ডাক্তারের সাথে কনসাল্টিং করা যায় বাংলার এই নতুন
টেলিহেলথ প্লাটফর্মে। কোনো সাবস্ক্রিপশন ফিস ছাড়া ডাক্তাররা প্লাটফর্মে যুক্ত হতে পারেন এবং স্বাভাবিক কারণেই এই প্লাটফর্ম কিন্তু অনেকের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠছে। এখানে আপনি বাড়ি থেকে প্রয়োজনে কলকাতা বা অন্যান্য শহরতলীর অভিজ্ঞ ভেরিফাইড ফিজিসিয়ান এর সাথে ভিডিও কনসাল্টিং করতে পারবেন lস্বাস্থ্য পরিষেবাতে ডিজিটাল হেলথ প্লাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে l আগামীদিনে টেলিমেডিসিন এর প্রয়োগ আরো বাড়বে l প্রচন্ড ভিড়ের জন্য এখন অনেক সময় রোগীরা চেম্বার ভিসিট করলে ৫ মিনিটের বেশি সময়ও পান না I ১৫ মিনিটের ভিডিও কনসাল্টিং স্লট পাবেন। রোগীর সময় ও খরচের সাশ্রয় হয় । ভিডিও কলের মাধ্যমে সরাসরি বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে পারবেন, এবং পেয়ে যাবেন সরাসরি প্রেসক্রিপশন l বুকিং এর সময় পুরানো প্রেসক্রিপশন ডাক্তারকে শেয়ার করতে পারবেন এবং কনসাল্টিং পরবর্তী সময়ে চ্যাট করে ডাক্তারের সাথে ফলোআপ করতে পারবেন l বাংলার বিভিন্ন প্রান্তে নিউক্র্যাড হেলথের টেলিমেডিসিন ফ্রাঞ্চিসেস গড়ে উঠছে। প্রাথমিক পর্যায়ে আপনার ষ্টেশনারী দোকানের সাথে গড়ে তুলতে পারেন এবং আপনার রোজগারের আর একটা পথ এক্সপ্লোর করতে পারেন । তবে কোনো ফ্রাঞ্চিসেস ফিস নেওয়া হয় না। টেক সাপোর্ট টিমে ফোন করে ডিটেলস জানতে পারবেন।

শুধু টেলিহেলথ পরিষেবার মধ্যে না থেকে আমরা নিজের গ্রামেই গড়ে তুলেছেন আউটপেশেন্ট চেম্বার, প্যাথলজি ল্যাব, ডেন্টাল ক্লিনিক, অপটিক্যাল ক্লিনিক, ফার্মেসী। ভাবছেন এগুলো নতুন কি? এতো লেখার কি আছে ? লেখার কারণ আছে।

গ্রামের স্বাস্থ্য পরিষেবার আর শহরের স্বাস্থ্য পরিষেবার যে বাজার তার অনেক তফাৎ আছে। তাই দেখবেন গ্রাম বাংলার বেশিভাগ ফার্মাসিতে যেখানে আউটপেশেন্ট পরিষেবা দেওয়া হয়, সেখানে মা বোনেদের টয়লেট থাকে না। স্যাম্পল কলেক্টররা ক্লিনিকাল স্যাম্পল (রক্ত, মূত্র, ইত্যাদি) নিয়ে নিকটবর্তী শহর থেকে রিপোর্ট করে নিয়ে আসে। অনেক হাত বদল হয়ে পরিষেবা কিন্তু খরচ বাড়ায়। দাঁতের বা চোখের সাধারণ সমস্যার জন্যও গ্রামের মানুষকে শহরে ছুটতে হয় এবং শহরে গিয়ে চিকিৎসা করাতে যাতায়াত সহ খরচ অনেকটা বেড়েই যায়। সেখানে গ্রামে শহর থেকে অনেক কম খরচে শহরতলীর অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা দিচ্ছে নিউক্র্যাড হেলথ। গ্রামে গ্রামে প্রিভেন্টিভ কেয়ার নিয়ে ক্যাম্পেইন করছে, পাড়ায় পাড়ায় গিয়ে সাধারণ মানুষের ব্লাড প্রেসার মেপে দিয়ে আসছে। এলাকার মানুষ মেডিসিনের ওপর বিশেষ ছাড় পাচ্ছেন। প্যাথলজি টেস্টিংয়ের ওপর ৫০% পর্যন্ত ছাড় পাওয়া যায়। বিশেষভাবে উল্লেখযোগ্য নিউক্র্যাড হেলথ সেন্টারে পুরুষ ও মহিলা রোগীদের জন্য আলাদা টয়লেটের ব্যাবস্থা আছে। গ্রামের দিকে বহু ভুয়ো ডাক্তারের প্রকোপ আছে। তাই নিউক্র্যাড হেলথের আউটপেশেন্ট চেম্বারে প্রত্যেক ডাক্তারের কোয়ালিফিকেশন যাচাই করা হয়।

বছরের বিভিন্ন সময়ে বিনামূল্যে স্বাস্থ্যশিবির আয়োজন করে নিউক্র্যাড হেলথ। গ্রামের মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে ডায়াবেটিস মনিটরিং ফ্যামিলি কার্ড l মানুষকে সচেতন করার লক্ষ্যে একটা বিরাট পদক্ষেপ l তারা তাদের প্রথম ডায়াবেটিস টেস্ট (ফাস্টিং এবং পিপি ) করতে পারবে বিনামূল্যে l পরবর্তীকালে স্পল্পমূল্যে (বাজারমূল্য থেকে কম মূল্যে) যেকোনো টেস্ট করতে পারবেন l

নিউক্র্যাড হেলথ এক অভিনব মডেলের মাধ্যমে স্বল্পমূল্যে প্যাথলজি সার্ভিসেস নিয়ে এসেছে l রোগীরা সরাসরি প্যাথলজি ল্যাবে এলে বাজার মুল্য থেকে অনেক কমে পরিষেবা পাওয়া যায় l গুণগত মান বজায় রেখে অভিজ্ঞ প্যাথলজি টেকনিশিয়ান দিয়ে সেমি অটোমেটিক মেশিনে বেশিরভাগ পরীক্ষা ল্যাবেই করা হয় l এবং কলকাতা থেকে কিছু পরীক্ষা করিয়ে আনা হয় I গতানুগতিক রেফারেন্স ও স্যাম্পল কালেক্টরের বিভিন্ন হাত বদলের প্রথা ভেঙেই এই নতুন মডেলে রোগীকে সরাসরি অনেক কম খরচে প্যাথলজি টেস্টিং সার্ভিস দেওয়া সম্ভব হয়েছে l “মূল্যবোধের সঙ্গে কম খরচে স্বাস্থ্য পরিষেবা সাধারণ মানুষদের জন্য গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর” – বিশ্বরূপ ঘোষ, পিএইচডি, বিজ্ঞানী এবং কো ফাউন্ডার অফ নিউক্র্যাড হেলথ হাব ইন্ডিয়া l

গ্রামের মানুষ প্রিভেন্টিভ হেলথ মনিটরিং করে না, অনেক মানুষ সচেতন নয় – তাই এই উদ্যোগ স্বাস্থ্য পরিষেবায় এক অমূল্য সংযোজন। সুদূর লন্ডন থেকে গ্রামে এসে ড: সন্দীপ রাহা পার্কিনসন’স ডিসিস নিয়ে স্বাস্থ্য সচেতনতা প্রচার করে গেছেন। এলাকার বহু মানুষ এসে ড: সন্দীপ রাহার সাথে কথা বলেছেন। মুর্শিদাবাদের কৃতি প্রতিবন্ধী ছাত্রকে উচ্ছ মাধ্যমিক পড়াশোনার জন্য ১০০০০ টাকার নিউক্র্যাড এডুকেশন ফেলোশিপ দিয়েছে। তাই গ্রামীণ পরিষেবার নতুন মডেল স্থাপন করছে নিউক্র্যাড হেলথ I স্বাধীনতা দিবসের প্রাক্কালে ১৩ই আগস্ট নিউক্র্যাড হেলথ এক বিশেষ রক্তদান শিবিরের আয়োজন করেছে – রক্তদান জীবনদান !!

https://www.unfoldbangla.com/alam-a-disabled-scholar-from-bivore-murshidabad-came-forward-to-help-expatriate-bengali-researcher-bishwarup-ghosh-in-his-dream-of-becoming-an-astronaut/article/?fbclid

“এন্ট্রেপ্রেনিউরশিপ জার্নি আমার নতুন অধ্যায় l হেলথ সার্ভিসেস আমার কমফোর্ট জোনের মধ্যে পরে না l আমি প্রতিদিন শিখি, আর নতুন ধরণের মডেল নিয়ে আসার চেষ্টা করি l সবচেয়ে বড় কথা হলো আমি সমাজে নতুন চিন্তা ভাবনা নিয়ে কাজ করার কথা বলে থাকি স্বাস্থ্য পরিষেবা শুধু ব্যবসা হতে পারে না l অনেকে নকল ঔষধ বিক্রি করেন , অনেকে বিনা প্রেসক্রিপশনে এন্টিবায়োটিক বিক্রি করেন, অনেকে ল্যাব টেস্ট না করে রিপোর্ট দেন, অনেকে ডাক্তারকে কমিশন অফার করেন – স্বাস্থ্য পরিষেবা মূল্যবোধের ওপর গড়ে উঠুক !!’ – বিজ্ঞানী বিশ্বরূপ ঘোষ I

“বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে” — গানটা খুব হিট হয়েছিল l যতবার দেশে গেছি, ততবার আলাদা অনুভূতি পেয়েছি l তবে বিদেশ থেকে দেশে কিছু করার প্রচেষ্টা আমার মতো একজন কর্মরত বিজ্ঞানীর বিলাসিতা ও চ্যালেঞ্জিং l বড় শিল্পপতি হলেই ব্যাপারটা একদম আলাদা I তবে নিউক্র্যাড হেলথ হাব খুব অল্প সময়ে একটা ব্র্যান্ড প্রতিষ্ঠা করেছে l আমাকে অনেক সমালোচনা শুনতে হয়েছে , অনেকে খুব সাহায্য করেছেন l
সত্যি বলছি, বিদেশ থেকে বাংলার স্টার্টআপ ইকোসিস্টেম এ নূন্যতম কনট্রিবিউশন করতে পেরে আমি খুব খুশি l আমি এই বিলাসিতা ভবিষ্যতে আরো করতে চায় I’ – বিশ্বরূপ ঘোষ

গত মার্চ মাসে প্রবাসী আমেরিকা থেকে বাড়ি এসেছিলাম, সিমলন মোড়ে রাস্তার ধারে প্যান্ডেল করে নিউক্র্যাড হেলথের অফিসিয়াল উদ্বোধন হলো। রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ তাঁর ভার্চুয়াল বক্তিতায় এই উদোগ্যের ভূয়সী প্রসংসা করেছেন। এছাড়া উপস্থিত ছিলেন ভারত সরকারের কৃষি বিজ্ঞানী কাঞ্চন ভৌমিক, বায়োলিংক থেরাপিউটিকস (বাংলায় নতুন স্টার্টআপ, আন্ডার রেজিস্ট্রেশন, উদ্যোগ নিয়েছেন বিশ্বরূপ ঘোষ) এর প্রস্তাবিত সিইও বিজ্ঞানী শিবানী সরকার, এবং এইগোম্যাটিক গ্লোবালের (ডাটা সাইন্স & এই কোম্পানি) অন্যতম কর্ণধার শুভব্রত বসু। কৃষি বিজ্ঞানী কাঞ্চন ভৌমিক নিউক্র্যাড গ্রুপের আর একটি নতুন ষ্টার্টআপের (নিউক্র্যাড এগ্রি হাব ) উদ্বোধনী ফিতে কেটেছেন। এছাড়া আশেপাশের গ্রামের শতাধিক মানুষের সাথে উপস্থিত ছিলেন স্থানীয় জেলা পরিষদের সদস্যা ছন্দা সিংহরায়। উপস্থিত ছিলেন স্থানীয় শিক্ষক জয়ন্ত নাথ ও ইন্দ্রনীল ঘোষ।

প্রবাসী বিজ্ঞানী বিশ্বরূপ ঘোষ বক্তিতা রাখছেন

বাংলা থেকে ভারতব্যাপী নিউক্র্যাড হেলথ হাবকে গড়ে তুলতে আপনাদের কাছে সাহায্য সহযোগিতা চাইতে এসেছি। গুগল প্লেস্টোর থেকে NC Health Hub app ডাউনলোড করে আপনার ডিজিটাল স্বাস্থ্য প্রোফাইল তৈরী করুন l নিজের প্রোফাইলের ড্যাশবোর্ডে মেডিকেল রেকর্ড স্টোরেজে আপনার পুরানো প্রেসক্রিপশন, প্যাথলজি রিপোর্ট আপলোড করে রেখে সময়ের সাপেক্ষে নিজের স্বাস্থ্যের মনিটরিং করতে পারেন I অসুবিধা হলে আমাদের সাপোর্ট টীম আপনাকে হেল্প করবে ( phone +91 76797 73900) I

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।