জানুয়ারি 22, 2025

নতুন চ্যালেঞ্জ নিলেন প্রবাসী বিজ্ঞানী বিশ্বরূপ ঘোষ

WhatsApp Image 2022-10-12 at 12.05.47 AM
Reading Time: < 1 minute

নিউক্র্যাড হেলথ হাব মিডিয়া রিলিজ, পূর্ব বর্ধমান, অক্টোবর ১২, ২০২২

বর্তমানে টাইকুনদের প্রভাবে ছোটো ছোটো প্যাথলজিক্যাল সেন্টারগুলো রুগ্ন হতে হতে শুধু কালেকশন সেন্টারে পরিণত হচ্ছে। স্থানীয় ব্যবসা হারাচ্ছে l টাইকুনদের ডিজিটাল চমকের কাছে তাদের চমক কমে যাচ্ছে l

বাঙালি ব্যাবসায়ীরা টেকনোলজি শিখবে, ব্যবহার করবে আর নিজেদের ব্যবসা বাণিজ্যকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। সেই উদ্দেশ্যে নিউক্র্যাড হেলথ টেলিমেডিসিন প্লাটফমে যুক্ত হচ্ছে ডায়াগনস্টিক মডিউল। প্রাথমিক পর্যায়ের কাজ শেষ। বর্তমানে নিউক্র্যাড প্যাথ ল্যাবকে ডিজিটাল ফরম্যাটে নিয়ে আসা হয়েছে। চলছে ফাঙ্কশনাল টেস্টিং।

নতুন চ্যালেঞ্জ নিলেন প্রবাসী বিজ্ঞানী বিশ্বরূপ ঘোষ

“নিউক্র্যাড হেলথ হাব স্টার্টআপ ছোটো ছোটো প্যাথলজিক্যাল সেন্টারগুলো ডিজিটাল করবে খুব কম খরচে l আগামী ১ বছর ধরে চলবে প্রচার ও প্রশিক্ষণ I বিনামূল্যে ছোটো ছোটো প্যাথলজিক্যাল সেন্টারগুলোকে আপ (app) ও ওয়েবসাইটের (www.nchealthhub.com) মাধ্যমে ডিজিটাল ফরম্যাটে আনা হবে। প্যাথলজিক্যাল সেন্টারগুলো তাদের প্রোফাইল তৈরী করে তাদের সার্ভিসেস অনলাইনের মাধ্যমে মার্কেটিং করতে পারবে। নিতে পারবে হোম কলেকশনের বুকিং। আগামী একবছর তাদের কোনো সার্ভিস মূল্য দিতে হবে না। আমরা শেখাবো টেকনোলজি।আজই আপনার পাথলোজিকাল সেন্টারকে ডিজিটাল করতে যোগাযোগ করুন আমাদের টেকনোলজি সাপোর্ট নম্বরে ৭৬৭৯৭৭৩৯০০”I -বিশ্বরূপ ঘোষ

বাংলা থেকে ভারতব্যাপী ভিডিও টেলিমেডিসিন প্লাটফর্ম নিয়ে এসেছে নিউক্র্যাড হেলথ হাব স্টার্টআপ I ডাউনলোড করে নিজের স্বাস্থ্য প্রোফাইল তৈরী করুন আর নিজের প্রেসক্রিপশন আপলোড করে রাখুন Iওটিপি এনাব্লেড সিকিউর প্লাটফর্ম l প্রয়োজনে ঘরে বসে অভিজ্ঞ ডাক্তারের সাথে কনসাল্ট করুন I আমাদের টেকনোলজি সাপোর্ট নম্বর ৭৬৭৯৭৭৩৯০০

Download app and create your profile

Media Contact: Sujata Mondal, [email protected]