মার্চ 28, 2024

কোভিড-১৯ মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের ক্ষতি করে: গবেষণার নতুন তথ্য

Reading Time: 3 minutes

ডঃ শুভময় ব্যানার্জী, পিএইচডি, নিউক্র্যাড হেলথ বাংলা ডেস্ক, জুলাই ৩০, ২০২০

এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, চিকিৎসক ও বৈজ্ঞানিকদের ধারণা ছিল নভেল করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের ফুসফুস ও শ্বাসনালী যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয় এবং সেইসাথে জ্বর, কাশি, প্রবল শ্বাসকষ্টের মতো করোনা উপসর্গ দেখা দেয়। কিন্তু, সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে কোভিড-১৯ রোগীর স্বাদ ও গন্ধের অনুভূতি লোপ পাওয়া, স্মৃতি নষ্ট হওয়ার সাথে সাথে মস্তিষ্ক ও স্নায়ুর নানা জটিলতাও সৃষ্টি হচ্ছে। ব্রিটেনের নিউরোলোজিস্টরা করোনা আক্রান্ত রোগীদের উপর গবেষণা করে এমনটাই দাবী করেছেন। এই প্রবন্ধের মাধ্যমে আমরা জেনে নেবো কোভিড-১৯ সংক্রমণের সাথে মানসিক ও স্নায়বিক জটিলতার কি কি উপসর্গ দেখা দিচ্ছে এবং এই বিষয়ে বৈজ্ঞানিকরা কি তথ্য উপস্থাপিত করেছেন।

প্রবাসী বিজ্ঞানী বাংলায় Start up করতে চলেছেন

SARS-CoV-2 সংক্রমনে মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের উপর প্রভাব:

১. আশ্চর্যের বিষয়, কিছু কোভিড-১৯ আক্রান্ত রোগীদের সাধারণ করোনা উপসর্গের বদলে শুধুমাত্র তীব্র স্নায়বিক সমস্যা দেখা গেছে।

২. বৈজ্ঞানিকরা লক্ষ্য করেছেন উপসর্গবিহীন এবং মৃদু উপসর্গ যুক্ত রোগীদের মস্তিষ্কের যথেষ্ট ক্ষতি হয়েছে।

৩. দেখা গেছে, যে সমস্ত করোনা রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন তাদের মধ্যে বেশ কিছু মানুষের প্রবল ক্লান্তি, অবসন্নতা, স্মৃতি নষ্ট হবার মতো নতুন স্নায়বিক উপসর্গ তৈরী হচ্ছে।

৪. বৈজ্ঞানিকদের মতে, নভেল করোনা ভাইরাস সংক্রমণে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে (Central Nervous System বা CNS) তৈরী হচ্ছে অস্বাভাবিক প্রদাহ (Abrormal Inflammation)। যার ফলে দেখা দিচ্ছে বেশ কিছু জটিল স্নায়বিক সমস্যা, যেমন-

  • সাইকোসিস (Psychosis): অস্বাভাবিক কোন বিষয়ে বিশ্বাস এবং অবাস্তব দৃশ্য অবলোকন।
  • ডেলিরিয়াম (Delirium): চিন্তা ও আবেগ অনুভূতির বিশৃঙ্খলা। 
  • ইস্কেমিক স্ট্রোক (Ischemic Stroke): মস্তিস্কে কম রক্ত সংবহনের ফলে, শরীরের বিভিন্ন অংশ নাড়াচাড়া ও কথা বলার ক্ষমতা লোপ পাওয়া।  
  • অ্যাকিউট ডিসেমিনেটেড এনসেফালোমায়েলিটিস (Acute Disseminated Encephalomyelitis বা ADEM): কোভিড-১৯ আক্রান্ত রোগীর শরীরে ইমিউনিটির অতি সক্রিয়তার কারনে তৈরি হয় প্রদাহ। তার ফলে ভীষণ ভাবে ক্ষতিগ্রস্থ হয় মস্তিস্ক ও সুসুম্নাকাণ্ডের হোয়াইট ম্যাটার।   
  • গুইলেইন-বার সিনড্রোম (Guillain-Barre´Syndrome): কোভিড-১৯ অটোইমিউন পরিস্থিতি তৈরি করতে পারে। অর্থাৎ, শরীরের অতি সক্রিয় ইমিউনিটি স্নায়ুকে আক্রান্ত করে অবশতা, পক্ষাঘাত সৃষ্টি করতে পারে।     

ব্রিটেনের ন্যাশনাল হসপিটাল, কুইন স্কোয়ার কোভিড-১৯ মাল্টিডিসিপ্লিনারি টিম মিটিং (Covid-19 Multidisciplinary Team Meeting) এবং ইউনিভার্সিটি কলেজ লন্ডন হসপিটালের (University College London Hospital) বৈজ্ঞানিকদের যৌথ উদ্যোগে এই গবেষণাটি সম্পন্ন হয়। বিজ্ঞানীরা কোভিড-১৯ উপসর্গযুক্ত ৪৩ জন রোগীর উপর (বয়সসীমা: ১৬-৮৫) পরীক্ষা নিরীক্ষা করেন। তাঁদের নির্দিষ্ট সময় অন্তর মস্তিষ্কের MRI স্ক্যান করা হয়, উপসর্গ নথিভুক্ত করা হয়, এমনকি কিছু ক্ষেত্রে বায়োপ্সিও করা হয়। তাঁদের গবেষণার কাজ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রেসের গবেষণাপত্র “ব্রেন” এ প্রকাশিত হয়েছে।

কোভিড-১৯ চিকিৎসার নিরীখে, এই গবেষণা মূল্যবান তথ্য সংযোজিত করেছে। করোনা উপসর্গে এখন থেকে ফুসফুসের সংক্রমন পরীক্ষার সাথে মস্তিষ্ক ও স্নায়ুর ক্ষয়ক্ষতি নিরীক্ষণও ভীষণ জরুরী। রোগের প্রাথমিক পর্যায়ে রোগীর নিউরো-রেডিওলজিক্যাল পরীক্ষা, সুস্থ হবার পরেও নিয়মিত পর্যবেক্ষণ ও ফলোআপ অত্যন্ত দরকারী। তবেই কোভিড-১৯ এর সাথে যুক্ত মস্তিষ্ক ও স্নায়বিক জটিলতার যথাযত চিকিৎসা সম্ভব। 

www.neucrad.com

তথ্য সুত্রঃ

  1. Paterson RW, Brown RL, Benjamin L, et al. The emerging spectrum of COVID-19 neurology: clinical, radiological and laboratory findings [published online ahead of print, 2020 Jul 8]. Brain. 2020;awaa240. doi:10.1093/brain/awaa240
  2. Rogers JP, Chesney E, Oliver D, et al. Psychiatric and neuropsychiatric presentations associated with severe coronavirus infections: a systematic review and meta-analysis with comparison to the COVID-19 pandemic. Lancet Psychiatry. 2020;7(7):611-627. doi:10.1016/S2215-0366(20)30203-0
  3. Ellul MA, Benjamin L, Singh B, et al. Neurological associations of COVID-19 [published online ahead of print, 2020 Jul 2]. Lancet Neurol. 2020;S1474-4422(20)30221-0. doi:10.1016/S1474-4422(20)30221-0
  4. Román GC, Spencer PS, Reis J, et al. The neurology of COVID-19 revisited: A proposal from the Environmental Neurology Specialty Group of the World Federation of Neurology to implement international neurological registries. J Neurol Sci. 2020;414:116884. doi:10.1016/j.jns.2020.116884
  5. Bostanciklioglu M. Severe acute respiratory syndrome coronavirus 2 is penetrating to dementia research [published online ahead of print, 2020 May 22]. Curr Neurovasc Res. 2020;10.2174/1567202617666200522220509. doi:10.2174/1567202617666200522220509
Please contact [email protected] for advertisement