এপ্রিল 23, 2024

মাস্ক ব্যবহারে কমছে কোভিড-১৯ সংক্রমণ এবং দেহে তৈরী হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা: গবেষণার নতুন তথ্য

Reading Time: 4 minutes

ডঃ শুভময় ব্যানার্জী; নিউক্র্যাড হেলথ এর প্রতিবেদন, সেপ্টেম্বর ১৬, ২০২০

বিশ্বব্যাপী ঘটে চলা কোভিড-১৯ প্যান্ডেমিকে বিশ্বস্বাস্থ্য সংস্থার নির্দেশ ছিল বাড়ির বাইরে, রাস্তায়, জনপরিবহনে, দোকান-বাজার, স্কুল-কলেজ, অফিস-কার্যালয়ে, হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে সর্বত্র ফেসিয়াল মাস্ক পরা বাধ্যতামূলক। নভেল করোনা ভাইরাস সংক্রমণের প্রকোপ কমাতে এবং নতুন করে সংক্রমণ প্রতিরোধে দেখা গেছে এই ব্যবস্থা ভীষণ কার্যকরী।

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিসিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (CDC) এর সমীক্ষায় দেখা গেছে, কোভিড-১৯ প্যান্ডেমিকের সময় উপযুক্ত মাস্ক, স্যানিটাইজার, সামাজিক দূরত্ব ইত্যাদি নিয়মগুলি যে সব মানুষ সঠিক ভাবে পালন করেছিলেন কেবলমাত্র তাঁদের ক্ষেত্রে রোগসংক্রমণের হার অন্য মানুষদের থেকে অনেকাংশে কম।

নিউক্র্যাড হেলথ নিয়ে আসছে নিউক্র্যাড হেলথ হাব – বাংলায় এক নতুন স্টার্ট আপ এক বাঙালি বিজ্ঞানীর হাত ধরে।

নভেল করোনা ভাইরাস সংক্রমণে রাশ টানতে মাস্কের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাস্তব ক্ষেত্রে মাস্ক একটি কৃত্রিম “ফিজিক্যাল ব্যারিয়ার ” হিসাবে কাজ করে। SARS-CoV-2 সংক্রমিত ব্যক্তির হাঁচি-কাশি, নিশ্বাস-প্রশ্বাস থেকে নির্গত অ্যারোসল সরাসরি মাস্ক পরা ব্যক্তির শরীরে প্রবেশ করতে পারে না। এছাড়া, সমীক্ষায় দেখা গেছে, পৃথিবীতে প্রায় ৮০% মানুষ এই কোভিড-১৯ প্যান্ডেমিকে উপসর্গবিহীন (Asymptomatic) বা মৃদু উপসর্গযুক্ত (Mildly Symptomatic)। তাঁরা কোভিড-১৯ পজিটিভ কিনা তা সহজে বোঝা যায় না। করোনা সংক্রমণ সবচেয়ে বেশী এই গোষ্ঠীর মাধ্যমে হয়ে থাকে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, মাস্ক ব্যবহারে SARS-CoV-2 সংক্রমণ কমার সাথে সাথে এই উপসর্গবিহীন মানুষদের মধ্যে তৈরী হচ্ছে কোভিড-১৯ প্রতিরোধী ইমিউনিটি! আমেরিকার সান ফ্রান্সিসকোর ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার গবেষক ডঃ মনিকা গান্ধী এবং জর্জ ডব্লিউ. রাদারফোর্ড অ্যানিম্যাল মডেলে এবং কোভিড-১৯ এপিডেমিওলোজি পরীক্ষা করে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন। তাঁদের মতে জনগণের মাস্ক ব্যবহার ও প্যান্ডেমিক নিয়ন্ত্রণের মধ্যে গভীর সম্পর্ক আছে। আমেরিকার বোস্টন শহরে মাস্ক ব্যবহারের ফলে সেখানকার মিউনিসিপ্যাল হসপিটালগুলিতে চিকিৎসক, নার্স ও স্বাস্থকর্মীদের মধ্যে নভেল করোনা ভাইরাসের সংক্রমণের প্রকোপ অনেক কমে গেছে। বিজ্ঞানীদ্বয়ের এই মূল্যবান গবেষণা “নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন” এ প্রকাশিত হয়েছে।

গবেষকরা আরো জানিয়েছেন, প্রবল করোনা উপসর্গযুক্ত রোগীদের মাস্ক ব্যবহারে রোগের তীব্রতাও বেশ কিছুটা কমে গেছে। এর কারণ ব্যাখ্যায় তাঁরা বলেছেন, ভাইরাস সংক্রমণজনিত রোগের তীব্রতা সংক্রমণযোগ্য ভাইরাসগুলির সংখ্যার (Inoculum) সাথে সমানুপাতিক। অর্থাৎ, ভাইরাসের সংখ্যা যত বেশী হবে, রোগের তীব্রতা ততো বাড়বে। সেই দিক থেকে বিচার করলে উপযুক্ত মাস্ক ব্যবহার দুটি গুরুত্বপূর্ণ কাজ করে, তা হলো-

১. উপসর্গবিহীন মানুষের থেকে সংক্রমণ সুস্থ ব্যক্তির শরীরে পৌঁছতে দেয় না।

২. প্রবল করোনা উপসর্গযুক্ত রোগীদের শরীরে রোগের তীব্রতা কমিয়ে দেয়।

কিন্তু চমকপ্রদ বিষয়টি হলো, মাস্ক ব্যবহারে কোভিড-১৯ এর বিরুদ্ধে উপসর্গবিহীন মানুষের মধ্যে ইমিউনিটি বাড়তে থাকে। বিজ্ঞানীদের মতে, মাস্ক পরলে বাতাসে ভেসে থাকা ভাইরাসযুক্ত অ্যারোসলের প্রায় বেশিরভাগ অংশ মাস্কের বাইরে আটকে যায়। এই অ্যারোসলের অতি সামান্য অংশ শরীরে প্রবেশ করে। তাতে খুব সামান্য ভাইরাস থাকে যা শরীরে প্রবেশ করে কোভিড-১৯ এর উপসর্গ প্রকাশ করে না। কিন্তু শরীরে SARS-CoV-2 বিরুদ্ধে ইমিউনিটি তৈরী হতে থাকে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ইমিউনিটি করোনা পজিটিভ কিন্তু উপসর্গবিহীন মানুষের শরীরে ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে রোগ প্রতিহত করে।

যতদিন পর্যন্ত ভ্যাকসিন হাতে না পাওয়া যায়, উপযুক্ত মাস্ক ব্যবহার করে নভেল করোনা সংক্রমণ কমিয়ে আনা সম্ভব। জনগণের মধ্যে ব্যাপক হারে মাস্ক ব্যবহার করোনার গোষ্ঠী সংক্রমণকেও রুখে দিতে পারে, যার ফলে ভবিষ্যতে সাফল্যের সাথে কোভিড-১৯ প্রতিরোধ করা যাবে বলে বিজ্ঞানীরা মনে করেন।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন [email protected]

তথ্যসূত্রঃ

  1. Gandhi M, Rutherford GW. Facial Masking for Covid-19 – Potential for “Variolation” as We Await a Vaccine [published online ahead of print, 2020 Sep 8]. N Engl J Med. 2020;10.1056/NEJMp2026913. doi:10.1056/NEJMp2026913
  2. Dinc G, Ulman YI. The introduction of variolation ‘A La Turca’ to the West by Lady Mary Montagu and Turkey’s contribution to this. Vaccine. 2007;25(21):4261-4265. doi:10.1016/j.vaccine.2007.02.076
  3. Begum J, Mir NA, Dev K, Buyamayum B, Wani MY, Raza M. Challenges and prospects of COVID-19 vaccine development based on the progress made in SARS and MERS vaccine development [published online ahead of print, 2020 Aug 20]. Transbound Emerg Dis. 2020;10.1111/tbed.13804. doi:10.1111/tbed.13804
  4. Pereira M, Paixão E, Trajman A, et al. The need for fast-track, high-quality and low-cost studies about the role of the BCG vaccine in the fight against COVID-19. Respir Res. 2020;21(1):178. Published 2020 Jul 11. doi:10.1186/s12931-020-01439-4
  5. Feng S, Shen C, Xia N, Song W, Fan M, Cowling BJ. Rational use of face masks in the COVID-19 pandemic. Lancet Respir Med. 2020;8(5):434-436. doi:10.1016/S2213-2600(20)30134-X
  6. Tirupathi R, Bharathidasan K, Palabindala V, Salim SA, Al-Tawfiq JA. Comprehensive review of mask utility and challenges during the COVID-19 pandemic. Infez Med. 2020;28(suppl 1):57-63.
  7. Cheng VC, Wong SC, Chuang VW, et al. The role of community-wide wearing of face mask for control of coronavirus disease 2019 (COVID-19) epidemic due to SARS-CoV-2. J Infect. 2020;81(1):107-114. doi:10.1016/j.jinf.2020.04.024
  8. Sunjaya AP, Jenkins C. Rationale for universal face masks in public against COVID-19. Respirology. 2020;25(7):678-679. doi:10.1111/resp.13834