এপ্রিল 16, 2024

পেরিমেনোপজ – মধ্য বয়সে বয়ঃসন্ধি: সচেতনতা

Vaginal Mucosa Normal vs Menopause. Image Credit: BruceBlaus, Wikimedia, CC

Reading Time: < 1 minute

Written by Pritasha Saha

বয়ঃসন্ধি এমন একটা সময় যখন একটি নারী শরীর কিছু পরিবর্তনের সম্মুখীন হয়। কিন্তু শুধু ১২ -১৩ বছর বয়সেই নয় পরিবর্তন হতে পারে ৪০ বছরের প্রাক্কালেও। যেটাকেই বলা হয় ‘পেরিমেনোপজ’। মেনস্ট্রুয়েশন বন্ধের আগের মানসিক ও শারীরিক এই পরিবর্তনের সম্মুখীন হন সব মহিলাই। কিন্তু সামাজিক লজ্জার কারণে প্রকাশ্যে অথবা চিকিৎসকের সাথে স্পষ্ট ভাবে আলোচনা করতে পারেন না অনেকেই ।

সম্প্রতি কিছু সমীক্ষায় দেখা গেছে এই সময় মহিলারা অবসাদের শিকার হন। দি হার্ভার্ড স্টাডি অফ মুডস এন্ড সাইক্লেস একটি স্টাডি তে পেরিমেনোপজ এর সময় বিষণ্নতা সম্পর্কৃত প্রথম জীবনকালের পর্বের ঝুঁকি বেরে যাবার ব্যাখ্যা করেছে [1]।
অনিয়মিত রজঃচক্র,জরায়ু থেকে রক্তপাত এবং শারীরিক অবসন্নতা,অবসাদের কারণ হয়ে দাঁড়ায়। এইসব পরিবর্তনের জন্য দায়ী যে হরমোন গুলি তাদের নাম – ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন । এইরকম পরিস্থিতিতে সঙ্কোচে এড়িয়ে না গিয়ে, চিকিৎসকের সাথে আলোচনা করা উচিত। একটি সুস্থ জীবন সকলেরই অধিকার ।

 

About Image & credit: The image is a representative image Vaginal Mucosa Normal vs Menopause.  Credited to BruceBlaus, CC BY-SA 4.0

Reference:

  1. Risk for New Onset of Depression During the Menopausal Transition. ARCH GEN PSYCHIATRY/VOL 63, APR 2006

Back to main website with English Version